তৃণমূল-বিজেপি আঁতাত নিয়ে সরব বুদ্ধদেব ভট্টাচার্য

তৃণমূল-বিজেপি আঁতাঁত নিয়ে ফের সরব হলেন বুদ্ধদেব ভট্টাচার্য। গতকাল হাজরায় এক জনসভায় তিনি বলেন, ভোট মিটলেই বিজেপি-র হাত ধরতে পারে তৃণমূল। তাঁর অভিযোগ, তৃণমূল ক্ষমতালোভী দল। ক্ষমতা দখলের জন্য তাঁরা সবকিছু করতে পারে। সিপিআইএম-কংগ্রেস-বিজেপি আঁতাঁত নিয়ে বহুবার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল-বিজেপি আঁতাঁত নিয়ে তাঁর বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর অভিযোগ, ভোট মিটলেই বিজেপির হাত ধরতে পারে তৃণমূল কংগ্রেস।

Updated By: May 8, 2014, 08:49 AM IST

তৃণমূল-বিজেপি আঁতাঁত নিয়ে ফের সরব হলেন বুদ্ধদেব ভট্টাচার্য। গতকাল হাজরায় এক জনসভায় তিনি বলেন, ভোট মিটলেই বিজেপি-র হাত ধরতে পারে তৃণমূল। তাঁর অভিযোগ, তৃণমূল ক্ষমতালোভী দল। ক্ষমতা দখলের জন্য তাঁরা সবকিছু করতে পারে। সিপিআইএম-কংগ্রেস-বিজেপি আঁতাঁত নিয়ে বহুবার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল-বিজেপি আঁতাঁত নিয়ে তাঁর বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর অভিযোগ, ভোট মিটলেই বিজেপির হাত ধরতে পারে তৃণমূল কংগ্রেস।

মুখ্যমন্ত্রীর বেঙ্গল মডেল নিয়েও খোঁচা দিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য।

বুধবার হাজরায় দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়ের সমর্থনে সভা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানেই একের পর এক আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

শুধু রাজ্য রাজনীতি নয়, বুদ্ধদেব ভট্টাচার্যের কথায় উঠে এসেছে জাতীয় রাজনীতির প্রসঙ্গও। কেন্দ্রে তৃতীয় বিকল্পের পক্ষে আরও একবার জোরালো সওয়াল করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নেতা দিয়ে নয়, নীতির ভিত্তিতে মানুষের মন জয় করতে চায় বামেরা।

.