কাটছাঁট করে দূরদর্শনে সম্প্রচারিত মোদীর সাক্ষাৎকার, এবার প্রশ্ন উঠছে প্রসারভারতীতে সরকারের হস্তক্ষেপের নিয়ে

দূরদর্শনে নরেন্দ্র মোদীর সাক্ষাত্কার কাটছাঁট করে সম্প্রচারিত হয়েছে। প্রসার ভারতীর সিইও জহর সরকার এ কথা কার্যত স্বীকার করে নেওয়ার পর দূরদর্শনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। জরুরি অবস্থায় সংবাদমাধ্যমকে যে ভাবে নিয়ন্ত্রণ করা হত, তার সঙ্গে এই ঘটনাকে তুলনা করে নরেন্দ্র মোদী বলেছেন, দূরদর্শন এখন নিজের স্বাধীনতা বজায় রাখতেই হিমশিম খাচ্ছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী মণীশ তিওয়ারির পাল্টা জবাব, প্রসার ভারতীর সঙ্গে দূরত্ব বজায় রাখে তাঁর মন্ত্রক। গুজরাতেই বরং সাংবাদিকরা নানা ভাবে হেনস্থার শিকার হয়েছেন।

Updated By: May 3, 2014, 06:56 PM IST

দূরদর্শনে নরেন্দ্র মোদীর সাক্ষাত্কার কাটছাঁট করে সম্প্রচারিত হয়েছে। প্রসার ভারতীর সিইও জহর সরকার এ কথা কার্যত স্বীকার করে নেওয়ার পর দূরদর্শনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। জরুরি অবস্থায় সংবাদমাধ্যমকে যে ভাবে নিয়ন্ত্রণ করা হত, তার সঙ্গে এই ঘটনাকে তুলনা করে নরেন্দ্র মোদী বলেছেন, দূরদর্শন এখন নিজের স্বাধীনতা বজায় রাখতেই হিমশিম খাচ্ছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী মণীশ তিওয়ারির পাল্টা জবাব, প্রসার ভারতীর সঙ্গে দূরত্ব বজায় রাখে তাঁর মন্ত্রক। গুজরাতেই বরং সাংবাদিকরা নানা ভাবে হেনস্থার শিকার হয়েছেন।

দূরদর্শনকে দেওয়া সাক্ষাত্কারের এই অংশগুলি সম্প্রচারের আগে ছেঁটে বাদ দেওয়ার অভিযোগ এনেছে বিজেপি। প্রসার ভারতীর সিইও জহর সরকার বোর্ড সদস্যদের উদ্দেশ্যে লেখা একটি চিঠিতে কার্যত এই অভিযোগ স্বীকার করে নেন। তিনি লেখেন, সর্বস্তরে সরকারি প্রচারমাধ্যগুলিতে সরকারি নিয়ন্ত্রণের জন্যই দূরদর্শনকে এই ধরনের বিশ্বাসযোগ্যতার সঙ্কটে পড়তে হচ্ছে। এই খবর প্রকাশ্যে আসার পরই সরব বিজেপি। একে জরুরি অবস্থার দমনপীড়নের সঙ্গে তুলনা করে টুইটারে নরেন্দ্র মোদী লিখেছেন,

আমরা জরুরি অবস্থার আতঙ্ক দেখেছি, যখন সংবাদমাধ্যম এবং মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা হত। আমাদের গণতন্ত্রে সেটা একটা কলঙ্ক। আমার খুব খারাপ লাগে যখন দেখি, দেশের জাতীয় টিভি চ্যানেল নিজের পেশাদারি স্বাধীনতা বজায় রাখতে হিমশিম খাচ্ছে।

বিজেপি বারবার দাবি করছে, মোদীর আতঙ্কে কাঁটা হয়ে রয়েছে কংগ্রেস। দূরদর্শনকে নিয়ন্ত্রণের এহেন মারাত্মক অভিযোগ ওঠায় তাদের সেই অভিযোগই ভিত্তি পেয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

.