@ শিশু কেয়ার

১) বারবার জল খাওয়ান। ডাবের জল, ফলের রস খাওয়ান। ২) শরীরের তাপমাত্রা বাড়লে গা ধুয়ে দিন। দোকান থেকে নিজে ওষুধ কেনার আগে ডাক্তারের পরামর্শ নিন ৩) শিশুকে এ সময় অবশ্যই সুতির নরম ও পাতলা পোশাক পরান।

Updated By: May 8, 2013, 02:25 PM IST

১) বারবার জল খাওয়ান। ডাবের জল, ফলের রস খাওয়ান।
২) শরীরের তাপমাত্রা বাড়লে গা ধুয়ে দিন। দোকান থেকে নিজে ওষুধ কেনার আগে ডাক্তারের পরামর্শ নিন
৩) শিশুকে এ সময় অবশ্যই সুতির নরম ও পাতলা পোশাক পরান।
৪) সঠিক সানস্ক্রিন ব্যবহারের মাধ্যমে আপনার শিশুর কোমল ত্বক রক্ষা পাবে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে।
৫) গরমের সময় মশা, মাছি, পিঁপড়ে অথবা বিভিন্ন পোকামাকড়ের প্রকোপ দেখা যায়, যা আপনার শিশুর অসুস্থতার কারণ হতে পারে। আপনার ঘরকে এগুলো থেকে মুক্ত রাখতে অ্যারোসল বা অন্য কীটনাশক ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার শিশু যেন কোনোভাবেই এগুলোর নাগাল না পায়। এছাড়া ঘরকে পোকামাকড়মুক্ত রাখতে ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। ফুলের টবে বা অন্য কোথাও এমনকি বালতিতেও জল জমতে দেবেন না।
৬) আপনার শিশুর পোশাকের দিকে লক্ষ রাখুন

Tags:
.