Coronavirus Symptoms: করোনায় আক্রান্তদের দীর্ঘমেয়াদি উপসর্গ, চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের

Covid-19 Cases: ইউইএ-র নরউইচ মেডিক্যাল স্কুলের প্রধান গবেষক প্রফেসর কার্ল ফিলপোট বলেছেন, ei গবেষণা দল দীর্ঘ সময় ধরে কোভিডের প্রাদুর্ভাব পরীক্ষা করেছে এবং বিশেষভাবে কান, নাক এবং গলার লক্ষণ যেমন গন্ধ হ্রাস এবং প্যারোসমিয়া সম্পর্কিত।

Updated By: Dec 22, 2022, 08:47 AM IST
Coronavirus Symptoms: করোনায় আক্রান্তদের দীর্ঘমেয়াদি উপসর্গ, চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিন সহ বিশ্বের অনেক দেশেই তাণ্ডব চালাচ্ছে করোনা। চিনের অবস্থা অন্যদের তুলনায় বেশি খারাপ। অন্যদিকে নতুন এক গবেষণায় জানা গিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা ঘ্রাণ ও স্বাদ গ্রহণের ক্ষমতা হারিয়ে ফেলেছেন। এক-তৃতীয়াংশ রোগী গন্ধ হারিয়েছেন এবং প্রায় এক-পঞ্চমাংশ স্বাদ হারিয়েছেন।

ব্রিটেনের ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়া (UEA) এর গবেষণা অনুসারে, রোগীদের গন্ধ হারানো কোভিডের সবচেয়ে সাধারণ লক্ষণগুলির মধ্যে একটি। ইউইএ-র নরউইচ মেডিক্যাল স্কুলের প্রধান গবেষক প্রফেসর কার্ল ফিলপোট বলেছেন, এই গবেষণা দল দীর্ঘ সময় ধরে কোভিডের প্রাদুর্ভাব পরীক্ষা করেছে, বিশেষভাবে কান, নাক এবং গলার লক্ষণ যেমন গন্ধ হ্রাস এবং প্যারোসমিয়া সম্পর্কিত। এটি প্রকাশ্যে এসেছে যে মানুষের ঘ্রাণের বোধের অবনতি হয়েছে এবং তাদের স্বাদও কম হচ্ছে।

আরও পড়ুন: New Covid Variant: আতঙ্কে কাঁপছে ভারত! চিনে মরণতাণ্ডব শুরু করে দেওয়া করোনার নতুন ভ্যারিয়েন্ট এবার এদেশেও...

কী লক্ষণ

লক্ষণগুলির মধ্যে রয়েছে মাথাব্যথা, পেশী ব্যথা, ক্লান্তি, স্বাদ এবং গন্ধ হ্রাস। মস্তিষ্কের কুয়াশা এবং স্মৃতিশক্তি হ্রাসের সঙ্গে প্রাথমিক সংক্রমণের পরে প্যারোসমিয়া কয়েক মাস ধরে চলতে পারে। ফিলপট আরও বলেন, ‘আমরা কোভিডের দীর্ঘমেয়াদী বিস্তার সম্পর্কে এবং বিশেষত কান, নাক এবং গলা সম্পর্কিত উপসর্গগুলির সম্পর্কে আরও জানতে চেয়েছিলাম, যেমন গন্ধ হ্রাস এবং প্যারোসমিয়া’।

আরও পড়ুন: Omicron BF.7: চিনে তাণ্ডব শুরু Omicron BF.7-র, জানুন এই মারণ ভ্যারিয়ান্ট সম্পর্কে ৫ মারাত্মক তথ্য

দলটি ব্রিটেনের করোনা ভাইরাস সংক্রমণ সমীক্ষার ফলাফল দেখেছে এবং ২০২২ সালের মার্চ মাসে ৩৬০,০০০ জনেরও বেশি লোকের তথ্য বিশ্লেষণ করেছে। মোট ১০,৪৩১ জন অংশগ্রহণকারীকে COVID-এ আক্রান্ত হিসাবে চিহ্নিত করা হয়েছিল এবং তাদের ২৩টি ব্যক্তিগত লক্ষণের উপস্থিতি এবং তাদের দৈনন্দিন ক্রিয়াকলাপের উপর অবস্থার প্রভাব সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল।

তাঁরা জানিয়েছেন কোভিড রোগীদের প্রায় এক তৃতীয়াংশ ক্রমাগত গন্ধের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং প্রায় পঞ্চমাংশ এখনও স্বাদ ফিরে পাননি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

 

.