Omicron BF.7: চিনে তাণ্ডব শুরু Omicron BF.7-র, জানুন এই মারণ ভ্যারিয়ান্ট সম্পর্কে ৫ মারাত্মক তথ্য

Dec 21, 2022, 20:05 PM IST
1/6

চিনে নতুন করে তাণ্ডব শুরু করেছে ওমিক্রণের সাব ভ্য়ারিয়েন্ট Omicron BF.7। তার থেকেও আতঙ্কের বিষয় হল ওই ভ্যারিয়েন্টের দেখা মিলেছে ওড়িশা ও গুজরাটে। চিনের বেশ কয়েকটি শহরে যা অবস্থা তাতে চিকিত্সক ও স্বাস্থ্য কর্মীদের ঘাম ছুটে যাচ্ছে। ওমিক্রমকে একসময় বলা হতো কোভিডের এক মারাত্মক ভ্যারিয়ান্ট। এবার আসরে ওমিক্রণের সাব ভ্যারিয়ান্ট Omicron BF.7। জেনে নিন এই ভ্যারিয়ান্ট সম্পর্কে ৫ বিষয়।  

2/6

Omicron BF.7 হল BA.5 এর সাব ভ্যারিয়ান্ট। সংক্রমণের দিক থেকে অত্যন্ত শক্তিশালী এই Omicron BF.7।

3/6

ছড়িয়ে পড়ার ক্ষমতার জন্য Omicron BF.7 এর সংক্রমণের ক্ষমতাও প্রবল।

4/6

ভ্যাকসিন নিলেও রেহাই নেই। Omicron BF.7 এর ক্ষমতা এতটাই যে যেকোনও লোককে এটি সংক্রমিত করে ফেলে।

5/6

বিশেষজ্ঞরা বলছেন চিনে যাদের একবার করোনা হয়েছিল তাদের অনেকের মধ্যেই এখন রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তাদেরই বেশি নিশান করেছে Omicron BF.7।

6/6

ওমিক্রণের BA.2 এবং BA.5 সাব ভ্যারিয়ান্ট অত্যন্ত সংক্রমক। এর থেকে আরও সাব ভ্যারিয়ান্ট বেরিয়ে আসছে।