যতই রূপ বদলাক করোনা, Pfizer- র তৃতীয় টিকার কাছে পার পাবে না, দাবি রিপোর্টে

তথ্য চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত জার্নালে তৃতীয় টিকার আশাব্যঞ্জক সফলতার কথা উল্লেখ করা হয়েছে।

Updated By: Jul 9, 2021, 02:26 PM IST
যতই রূপ বদলাক করোনা, Pfizer- র তৃতীয় টিকার কাছে পার পাবে না, দাবি রিপোর্টে

নিজস্ব প্রতিবেদন:  ফাইজারের প্রথম ও দ্বিতীয় টিকার পর তৃতীয় টিকা নিলে করোনার হাত থেকে মিলবে  মুক্তি। দুটি টিকার পর পরবর্তী বুস্টার টিকা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে বেশি কার্যকর, এমনটাই দাবি করা ফাইজার- বায়োএনটেকের তরফে প্রকাশিত বিবৃতিতে। 

তবে এই তৃতীয় টিকার অনুমোদন এখনও পাওয়া যায়নি। এর জন্য আবেদন করা হবে বলে জানিয়েছে ফাইজার-বায়োএনটেক।

আরও পড়ুন :ডেল্টা প্রজাতি খতম করতে মোটামুটি কার্যকর, WHO-র ছাড়পত্রের অপেক্ষায় Covaxin

তৃতীয় টিকাটি তৈরি করার জন্য ফাইজারের সঙ্গে জোট বেধেছে জার্মানের একটি ওষুধ প্রস্তুতকারি সংস্থা। এতদিনে করোনার যে যে প্রজাতির কথা জানা গিয়েছে, তাদেরকে খতম করতে সক্ষম ফাইজারের তৃতীয় টিকা। 

আরও পড়ুন :Third wave : উদ্বেগ বাড়ছে, তেমনটা কমছে না দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা, সাবধান করছে স্বাস্থ্যমহল
 

আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং ইউরোপের মেডিসিন এজেন্সির কাছে অনুমোদনের জন্য আবেদন করা হবে। এর আগে তথ্য চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত জার্নালে তৃতীয় টিকার আশাব্যঞ্জক সফলতার কথা উল্লেখ করা হয়েছে।

.