ধূমপান ছাড়লেও ক্যান্সার থেকে মুক্তি নেই

Updated By: Feb 1, 2016, 06:11 PM IST
ধূমপান ছাড়লেও ক্যান্সার থেকে মুক্তি নেই

ওয়েব ডেস্কঃ ধোঁয়ার সঙ্গ ছাড়েলই মিলবে ক্যন্সার থেকে মুক্তি। এতদিন এমনটাই জানা ছিল। কিন্তু ইউ এস প্রিভেন্টিভ সারভিসেস টাস্ক ফোর্স বলছে অন্য কথা। পনেরো বছর আগে যারা ধূমপান ছেড়ে দিয়েছেন তারা এখনও ক্যন্সারের আক্রমণের নাগালের বাইরে নন। ৫৫ থেকে ৮০ বছর বয়সের যেসব লোকেরা ৩০ বছর ধরে নিয়মিত দিনে এক প্যাকেট করে সিগারেট খেয়ে এসেছেন তাদের ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। জার্নাল অব থরেসিক অঙ্কোলজিতে প্রকাশিত একটি তথ্য অনুযায়ী, এমনকি ১৫ বছর আগে ধূমপান ছেড়ে দিলেও তারা বিপদসীমার বাইরে নন।
এই রিপোর্ট অনুযায়ী নিয়মিত যারা ধূমপান করেন অথবা ছেড়ে দিয়েছেন এমন লোকেদের তুলনায় এই ধরণের লোকেদের ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি।

 

.