বিসলার বাজিগরে নাইট এখনও দিনের আলোয়

ঘরের মাঠে দুরন্ত জয় নাইটদের। আজকের ম্যাচ থেকেই জয়ে ফিরল কলকাতা। কিংস ইলেভেন পঞ্জাবের কাছে ছয় উইকেটে জয় কলকাতা নাইট রাইডার্সের। প্রথম ব্যাট করতে নেমে কিংস ইলেভেন পঞ্জাব করে ১৪৯ রান। এই রান ধাওয়া করে ৪ উইকেটে নাইটরা জেতার লক্ষ্যে পৌঁছিয়ে যায়।

Updated By: Apr 26, 2013, 11:59 PM IST

পঞ্জাব- ১৪৯/৬ (২০)
কলকাতা- ১৫০/৪ (১৮.২)
কলকাতা ৬ উইকেটে জয়ী
ম্যাচের সেরা- জ্যাক কালিস
ঘরের মাঠে দুরন্ত জয় নাইটদের। আজকের ম্যাচ থেকেই জয়ে ফিরল কলকাতা। কিংস ইলেভেন পঞ্জাবের কাছে ছয় উইকেটে জয় কলকাতা নাইট রাইডার্সের। প্রথম ব্যাট করতে নেমে কিংস ইলেভেন পঞ্জাব করে ১৪৯ রান। এই রান ধাওয়া করে ৪ উইকেটে নাইটরা জেতার লক্ষ্যে পৌঁছিয়ে যায়।
কার্যত দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া থেকে আজকের জয় নিঃসন্দেহেই নতুন হাওয়া এনেছে নাইট শিবিরে। আটটা ম্যাচের পর গতবারের চ্যাম্পিয়নরা জিতেছে মাত্র তিনটিতে। পর পর হারে আইপিএল-এ জয়টা অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছিল নাইট বাহিনীর কাছে। শুক্রবারের ম্যাচে সামান্য স্বস্তি ফিরলেও লিগ তালিকার শীর্ষে উঠতে এই জয়ের ধারাকে বজায় রাখতে হবে নাইটদের। জিততে হবে অন্তত ৪-৫টা ম্যাচ। এখন দেখার মরন বাঁচন লড়াইয়ে কতটা সফল হয় কেকেআর।

কিংস ইলেভেন পঞ্জাব
অ্যাডাম গিলক্রিস্ট, মনদীপ সিংহ, মনন ভোরা, ডেভিড
হাসি, আজহার মামুদ, ডেভিড মিলার, গুরকিরত সিংহ, পীযুষ চাওলা, প্রবীণ কুমার,
হরমিত সিংহ, ভার্গব ভট্ট
ব্যাটিং স্কোর
অ্যাডাম গিলক্রিস্ট ক মর্গ্যান বো ভাটিয়া ২৭
মনদীপ সিংহ ক মর্গ্যান বো কালিস ২৫
মনন ভোরা ক দেবব্রত দাস বো বালাজি ৩১
ডেভিড হাসি ক সেনানায়কে বো কালিস ২১
ডেভিড মিলার বোল্ড লাড্ডা ১০
গুরকিরত সিংহ নট আউট ২৮
আজহার মামুদ রান আউট (জাক কালিস)
পীযুষ চাওলা নট আউট
অতিরিক্ত: ৫ ওভার- ২০
উইকেট- ৬
১৪৯
কলকাতা নাইট রাইডার্স বোলিং স্কোর
বোলার ওভার রান উইকেট
লক্ষ্মীপতি বালাজি ৪৪
সচিত্র সেনানায়কে ২৯
সুনীল নারিন ২২
জাক কালিস ১৪
সরবজিত্ সিংহ লাড্ডা ১৮
রজত ভাটিয়া ১৭
কলকাতা নাইট রাইডার্স
ইউসুফ পাঠান, গৌতম গম্ভীর, জাক কালিস, মনবিন্দর
বিসলা, ইয়ন মর্গ্যান, দেবব্রত দাস, রজত ভাটিয়া, সচিত্র সেনানায়কে, সুনীল
নারিন, সরবজিত্ সিংহ লাড্ডা, লক্ষ্মীপতি বালাজি
ব্যাটিং স্কোর
মনবিন্দর বিসলা নট আউট ৫১
গৌতম গম্ভীর বোল্ড মামুদ
ইউসুফ পাঠান ক গিলক্রিস্ট বো মামুদ
জাক কালিস ক গিলক্রিস্ট বো হরমিত সিংহ ৩৭
ইয়ন মর্গ্যান ক গুরকিরত সিংহ বো মামুদ ৪২
দেবব্রত দাস নট আউট
অতিরিক্ত: ১২ ওভার- ১৮.২
উইকেট- ৪
১৫০
কিংস ইলেভেন পঞ্জাব বোলিং স্কোর
বোলার ওভার রান উইকেট
প্রবীণ কুমার ২৮
আজহার মামুদ ৩৫
ভার্গব ভট্ট ২১
পীযুষ চাওলা ৩৩
হরমিত সিংহ ৩.২ ২৪
.