প্রাক্তন পুলিস কর্তাকে একুশে জুলাই কমিশনে হাজিরার নির্দেশ

একুশে জুলাই কমিশনে হাজিরা দেওয়ার জন্য তিন প্রাক্তন পুলিস কর্তাকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে  এই তিন প্রাক্তন পুলিসকর্তাকে নতুন করে নোটিস পাঠাতে হবে কমিশনকে। তবে তাঁদের জেরা করতে পারবে না কমিশন। ঘটনার দিন কী ঘটেছিল সে বিষয়ে তাঁদের যা মনে আছে সেটুকুই কমিশনের সামনে বলবেন তাঁরা। আজ এই রায় দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

Updated By: Aug 19, 2014, 06:53 PM IST
প্রাক্তন পুলিস কর্তাকে একুশে জুলাই কমিশনে হাজিরার নির্দেশ

কলকাতা: একুশে জুলাই কমিশনে হাজিরা দেওয়ার জন্য তিন প্রাক্তন পুলিস কর্তাকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে  এই তিন প্রাক্তন পুলিসকর্তাকে নতুন করে নোটিস পাঠাতে হবে কমিশনকে। তবে তাঁদের জেরা করতে পারবে না কমিশন। ঘটনার দিন কী ঘটেছিল সে বিষয়ে তাঁদের যা মনে আছে সেটুকুই কমিশনের সামনে বলবেন তাঁরা। আজ এই রায় দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

এর আগে একুশে জুলাই কমিশনের শুনানিতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। কোনও অবস্থাতেই চালানো যাবে না গুলি। এমনই নির্দেশ দিয়েছিলেন তত্কালীন পুলিস কমিশনার তুষার তালুকদার। যদিও, পুলিস রেকর্ড থেকে জানা গিয়েছে সেদিন পুলিস কমিশনারের নির্দেশ এসেছিল ওয়্যারলেসের মাধ্যমে।

 

.