ফেসবুকে শাসকের `তুঘলকি` নির্দেশ

রোগিকে ফেলে বিক্ষোভ, হরতাল, আন্দোলনে সামিল হলে বাতিল হতে পারে চিকিত্‍সকের রেজিস্ট্রেশন। কোনও সরকারি সার্কুলার নয়। ফেসবুকে সরাসরি নির্দেশ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি, তৃণমূল বিধায়ক নির্মল মাজির। ফেসবুকে তাঁর লেখা নির্দেশই কাউন্সিলের সরকারি ঘোষণা বলে দাবি করেছেন নতুন সভাপতি।

Updated By: Aug 13, 2013, 01:39 PM IST

রোগিকে ফেলে বিক্ষোভ, হরতাল, আন্দোলনে সামিল হলে বাতিল হতে পারে চিকিত্‍সকের রেজিস্ট্রেশন। কোনও সরকারি সার্কুলার নয়। ফেসবুকে সরাসরি নির্দেশ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি, তৃণমূল বিধায়ক নির্মল মাজির। ফেসবুকে তাঁর লেখা নির্দেশই কাউন্সিলের সরকারি ঘোষণা বলে দাবি করেছেন নতুন সভাপতি।
এবছরই মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে জিতে রাজ্য সভাপতি হয়েছেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি। ফেসবুকে নির্মল মাজির দেওয়া চিকিতসকদের রেজিস্ট্রেশন বাতিলের এই হুমকিতে বিস্মিত চিকিত্‍সকমহল।
সংবিধান অনুযায়ী, মেডিক্যাল কাউন্সিল চিকিত্‍সকদের হরতাল বা আন্দোলনে হস্তক্ষেপ করতে পারে না। তা সত্ত্বেও কীভাবে নতুন রাজ্য সভাপতি এই ফরমান দিলেন তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

Tags:
.