ক্রিস্টোফার রোডে রাতভর গাছের টঙে উঠে বসে এক জাপানি যুবক!

গোবরায় ক্রিস্টোফার রোডে রাতভর গাছের টঙে উঠে বসে রয়েছেন এক জাপানি যুবক। আলো ফুটলেও তাঁকে গাছ থেকে নামানো সম্ভব হয়নি। গতকাল রাতে তোপসিয়া থানার গোবরা এলাকায় একটি নিমগাছের মগডালে চড়ে বসেন ওই জাপানি। প্রবল বৃষ্টিতেও গাছ থেকে নামেননি। গাছ থেকে নামাতে সারারাত ধরে চেষ্টা করে পুলিস ও দমকল। সকালে পুলিস দোভাষির মাধ্যমে এই যুবকের সঙ্গে কথা বলে জানা যায়, সদর স্ট্রীটে একটি হোটেলে উঠেছিলেন তিনি। জাপানি যুবকের দাবি, তাঁর কাছে কিছু গোপন তথ্য আছে। জাপানি দূতাবাসের কেউ এলে তবেই তিনি গাছ থেকে নামবেন।

Updated By: Aug 2, 2016, 09:59 AM IST
ক্রিস্টোফার রোডে রাতভর গাছের টঙে উঠে বসে এক জাপানি যুবক!

ওয়েব ডেস্ক: গোবরায় ক্রিস্টোফার রোডে রাতভর গাছের টঙে উঠে বসে রয়েছেন এক জাপানি যুবক। আলো ফুটলেও তাঁকে গাছ থেকে নামানো সম্ভব হয়নি। গতকাল রাতে তোপসিয়া থানার গোবরা এলাকায় একটি নিমগাছের মগডালে চড়ে বসেন ওই জাপানি। প্রবল বৃষ্টিতেও গাছ থেকে নামেননি। গাছ থেকে নামাতে সারারাত ধরে চেষ্টা করে পুলিস ও দমকল। সকালে পুলিস দোভাষির মাধ্যমে এই যুবকের সঙ্গে কথা বলে জানা যায়, সদর স্ট্রীটে একটি হোটেলে উঠেছিলেন তিনি। জাপানি যুবকের দাবি, তাঁর কাছে কিছু গোপন তথ্য আছে। জাপানি দূতাবাসের কেউ এলে তবেই তিনি গাছ থেকে নামবেন।

.