মুকুলের বিজেপি যোগদানের পরই 'ভাগ মুকুল ভাগ'-এর নয়া ব্যাখ্যা দিলীপের

Updated By: Nov 3, 2017, 07:16 PM IST
মুকুলের বিজেপি যোগদানের পরই 'ভাগ মুকুল ভাগ'-এর নয়া ব্যাখ্যা দিলীপের

নিজস্ব প্রতিনিধি: ধর্মতলা থেকে 'ভাগ মুকুল ভাগ' হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং। সেই মুকুলকেই শুক্রবার পড়ন্ত বিকেলে বিজেপিতে যোগদান করালেন কৈলাস বিজয়বর্গীয়। নিন্দুকদের প্রশ্ন, মুকুল রায়ের গা থেকে কি তবে সারদা-নারদ কেলেঙ্কারির কালি ধুয়ে গেল? বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ''তদন্ত চললেই কেউ দোষী প্রমাণিত হন না। আমাদের দলের অনেকের বিরুদ্ধেও তো অভিযোগ রয়েছে।'''
 
তাহলে ভাগ মুকুল ভাগ বলেছিলেন কেন? দিলীপের জবাব, ''ভাগ মুকুল ভাগ বলতে তৃণমূল ছাড়ার কথা বলেছিলাম। আজ সেটা হয়েছে। আমরা খুশি।'' মুকুল রায় যোগ দেওয়ায় রাজ্য বিজেপির লাভ হবে বলেই মনে করছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথায়,''মুকুল রায়ের দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতায় আমাদের দল লাভবান হবে। দলের কর্মীরাও উজ্জীবিত হবে।''   

প্রদেশ কংগ্রেস সভাপতির গলাতেও খানিকটা একই সুর। তিনি বলেন, ''মুকুলকে ব্যবহারের পর ছুড়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাংগঠনিক দক্ষতা রয়েছে। বিজেপির লাভবান হবে।''

আরও পড়ুন, টার্গেট ২০২১! বিজেপিতে যোগ দিয়েই ঘোষণা করলেন মুকুল রায়   

.