Exclusive: 'সোনার বাংলা' বলতে কী চাইছেন? Zee ২৪ ঘণ্টায় অকপট Amit Shah

'সোনার বাংলা' মানে যেখানে মানুষ নির্ভয়ে নিজের মনের কথা বলতে পারবে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর।

Updated By: Feb 19, 2021, 08:18 PM IST
Exclusive: 'সোনার বাংলা' বলতে কী চাইছেন? Zee ২৪ ঘণ্টায় অকপট Amit Shah

নিজস্ব প্রতিবেদন: কলকাতায় আয়োজিত'জি ২৪ ঘণ্টা কনক্লেভ ২০২১'-য়ে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখোমুখি হন জি-নিউজের এডিটর-ইন-চিফ সুধীর চৌধুরী এবং জি ২৪ ঘণ্টার এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়। সেখানে নানা প্রশ্ন উঠে আসে। নানা বিষয় নিয়ে গণমাধ্যমের দুই বিশিষ্ট ব্যক্তিত্ব মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি'র অন্যতম নেতা অমিত শাহের।

বিশেষ ওই আলাপচারিতায় জি ২৪ ঘণ্টার এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায় 'সোনার বাংলা'র প্রসঙ্গ তোলেন। প্রসঙ্গত, রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সকলেই ভোটপ্রচারে বিজেপিকে ইদানীং বারবার পশ্চিমবঙ্গে 'সোনার বাংলা' গড়ার কথা বলতে শোনেন। স্বভাবতই এ নিয়ে জনমনে একটা আগ্রহ তৈরি হয়েছে। অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের এ সংক্রান্ত প্রশ্নে যেন সেই কৌতূহল নিরসনের একটা পরিসর তৈরি হল।

আরও পড়ুন: Exclusive: সংগঠন ও মোদী সরকারের কাজের ভরসায় ২০০-র টার্গেট Shah-র

অঞ্জন বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানতে চান, 'সোনার বাংলা' মানে কী? শিল্প-শিক্ষা-অর্থের বিকাশ?

এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খুবই আবেগদীপ্ত হয়ে পড়েন। তিনি বলেন-- 'সোনার বাংলা' মানে যেখানে মানুষ নির্ভয়ে নিজের মনের কথা বলতে পারবেন, 'সোনার বাংলা' মানে যেখানে দেশের সীমানা সুরক্ষিত থাকবে, 'সোনার বাংলা' মানে সকলের জন্য খাদ্যের ব্যবস্থা, 'সোনার বাংলা' মানে যেখানে প্রত্যেক যুবক রোজগার করবে, 'সোনার বাংলা' মানে যেখানে প্রশাসন ভাল ভাবে কাজ করবে, 'সোনার বাংলা' মানে  যেখানে অস্মিতা জাগ্রত হবে, 'সোনার বাংলা' মানে নিজস্ব কলা ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরা।

এ পর্যন্ত একটা দীপ্ত ভঙ্গিমায় বলে একটু থেমে অমিত শাহ শেষে যোগ করেন, 'সোনার বাংলা' মানে শুধু আর্থিক বিকাশ নয়, শিল্প বা শিক্ষার বিকাশ নয়। তিনি আসলে বলতে চান, 'সোনার বাংলা' ধারণাটা আসলে অনেক ব্যাপক, অনেক বিস্তৃত। 

আরও পড়ুন: Exclusive: অযোধ্যার 'জয় শ্রী রাম' ধ্বনি বাংলায় ধর্মীয় স্লোগান নয়: Amit Shah

.