Exclusive: অযোধ্যার 'জয় শ্রী রাম' ধ্বনি বাংলায় ধর্মীয় স্লোগান নয়: Amit Shah

বাংলায় আইনের শাসন নেই বলে দাবি করলেন অমিত শাহ। 

Updated By: Feb 19, 2021, 06:13 PM IST
Exclusive: অযোধ্যার 'জয় শ্রী রাম' ধ্বনি বাংলায় ধর্মীয় স্লোগান নয়: Amit Shah

নিজস্ব প্রতিবেদন: অযোধ্যার 'জয় শ্রী রাম' ধ্বনির সঙ্গে বাংলার 'জয় শ্রী রাম'-র ফারাক আছে। Zee ২৪ ঘণ্টা Kolkata Conclave 2021-এ স্পষ্ট করলেন অমিত শাহ (Amit Shah)। তাঁর কথায়, 'বাংলায় তোষণের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে 'জয় শ্রী রাম' ধ্বনি দিচ্ছেন মানুষ।'          

'জয় শ্রী রাম' বাংলায় রণধ্বনিতে পরিণত হয়েছে।' Zee ২৪ ঘণ্টায় 'আপনার রায় WITH অঞ্জন' অনুষ্ঠানে বলেছিলেন অভিনেত্রী সায়নী ঘোষ। বিজেপির বক্তব্য, 'এটা তোষণের রাজনীতির বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত স্লোগান।' তোষণের বিরুদ্ধে আক্রোশেই কি 'জয় শ্রী রাম' ধ্বনি দেন বিজেপি কর্মী-সমর্থকরা? Zee ২৪ ঘণ্টার এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে অমিত শাহের (Amit Shah) জবাব,'বাংলায় জয় শ্রী রাম ধর্মীয় ধ্বনি নয়। তোষণের রাজনীতির বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত আক্রোশ। কালে কালে স্লোগানের রূপ বদলায়। একটা সময়ে বন্দে মাতরম ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহৃত হত। আজ যুবকদের মধ্যে দেশভক্তির সঞ্চার করে। তেমনই অযোধ্যার জয় শ্রী রাম ধ্বনির সঙ্গে এখানের ফারাক রয়েছে।'

আরও পড়ুন- Exclusive: সংগঠন ও মোদী সরকারের কাজের ভরসায় ২০০-র টার্গেট Shah-র

অমিত শাহ (Amit Shah) আরও বলেন,'বাংলায় তোষণের রাজনীতিকে চরমসীমায় পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর জন্য আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। সরস্বতীর পুজো আয়োজনের কারণে খুন হন শিক্ষক। দোষীরা গ্রেফতার হননি। কী ধরনের বাংলা তৈরি করেছেন মমতা? আর স্লোগান আমরা দিই না। স্লোগান জনতার মুখে মুখে উঠে আসে। আমার তো মনে হয়, জয় শ্রী রাম নিয়ে মমতার অস্বস্তির কোনও কারণ নেই।'

Zee নিউজের এডিটর ইন চিফ সুধীর চৌধুরী প্রশ্ন করেন, অনেকেই বলেন, বাংলা যেন পাকিস্তান হয়ে গিয়েছে। দেশের আইন-কানুন এখানে চলে না। আপনিও কি তাই মনে করেন? অমিত শাহের (Amit Shah) প্রতিক্রিয়া,'পাকিস্তানের মতো শব্দ ব্যবহার করব না। তবে বাংলায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়েছে।'   

গত লোকসভা ভোটে জয় শ্রী রাম নিয়ে সূত্রপাত হয়েছিল বিতর্কের। চলতি বছরের ২৩ জানুয়ারি নেতাজি জন্ম জয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে উঠতেই ওঠে 'জয় শ্রী রাম' ধ্বনি। প্রতিবাদে ভাষণ না দিয়ে পোডিয়াম ছাড়েন মমতা।     

আরও পড়ুন- Exclusive: 'প্রমাণ দিলে যেন না বলেন রাজনৈতিক ষড়যন্ত্র,' Mamata-র চ্যালেঞ্জে পাল্টা Shah      

 

.