Amit Shah: পাখির চোখ চব্বিশ, শক্তিপ্রদর্শনে মরিয়া বঙ্গ বিজেপি

পাখির চোখ চব্বিশ। কাল ধর্মতলায় শাহি সভা। শক্তিপ্রদর্শনে মরিয়া বঙ্গ বিজেপি। গেরুয়া শিবিরে প্রস্তুতি তুঙ্গে। আজ সভামঞ্চ পরিদর্শন করবেন শুভেন্দু-সুকান্তরা। অন্যদিকে, শাহি সভায় কেন্দ্রীয় বঞ্চনাকে পাল্টা হাতিয়ার বিজেপির। ধর্মতলায় সভামঞ্চেই ফর্ম ফিলাপ করতে পারবেন কর্মীরা। ২৫ হাজার ফর্ম প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর পরিকল্পনা গেরুয়া শিবিরের।   

Updated By: Nov 28, 2023, 11:04 AM IST
Amit Shah: পাখির চোখ চব্বিশ, শক্তিপ্রদর্শনে মরিয়া বঙ্গ বিজেপি
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাখির চোখ চব্বিশ। বুধবার ধর্মতলায় শাহি সভা। শক্তিপ্রদর্শনে মরিয়া বঙ্গ বিজেপি। অমিত শাহের সভা ঘিরে পদ্ম শিবিরে প্রস্তুতি তুঙ্গে। ভিক্টোরিয়া হাউজের সামনে সভামঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখতে যাবেন শুভেন্দু, সুকান্তরা। অন্য দিকে জেলায় জেলায় কর্মীদের কলকাতায় আসার প্রস্তুতিও শুরু হয়েছে জোর কদমে। ঘটনাচক্রে বিজেপির এই সভা ঘিরে আইনি লড়াই হয়েছে। সিঙ্গল বেঞ্চ সভার অনুমতি দেয়। সেই রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সেখানেও সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল থাকে। তারপরই জোরকদমে সভা করতে আসরে নেমেছে পদ্ম শিবির। 

আরও পড়ুন, Kolkata: মাথায় আঘাত, মুখ থেঁতলানো! শ্যামবাজারে স্কুলের সামনে রক্তাক্ত দেহ উদ্ধার!

শাহি সভায় কেন্দ্রীয় বঞ্চনাকে পাল্টা হাতিয়ার বিজেপির। ধর্মতলায় সভামঞ্চেই ফর্ম ফিলাপ করতে পারবেন কর্মীরা। ২৫০০০ ফর্ম প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর পরিকল্পনা গেরুয়া শিবিরের। আর তার জন্য ধর্মতলায় শাহি সভাকেই বেছে নিল বিজেপি। ধর্মতলায় সভামঞ্চের সামনেই থাকবে দশটি বঞ্চনা ভাণ্ডার। সেখানে ফর্ম ফিলাপ করে জমা দিতে পারবেন বিজেপি কর্মী সমর্থকেরা। যোগ্যতামান থাকা সত্ত্বেও যাঁরা কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ পাননি, তাঁদের চিহ্নিত করতেই এই উদ্যোগ।

একশো দিনের কাজ, আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পে বকেয়া নিয়ে সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। দিল্লির যন্তরমন্তরে ধর্না কর্মসূচি হয়েছে। কলকাতায় রাজভবনের সামনে ধর্না দিয়েছেন তৃণমূল নেতানেত্রীরা। এবার পাল্টা চাপের কৌশল পদ্ম শিবিরের। 

আরও পড়ুন, Bengal News LIVE Update: চুঁচুড়ায় বোমাতঙ্ক! সুতলি পাকানো গোলাকার বস্তু ঘিরে হইচই এলাকায়

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.