সপ্তাহের প্রথম দিনে শহরে যানজটের আশঙ্কা

সপ্তাহের প্রথম কাজের দিনেই শহরে যানজটের আশঙ্কা। ব্রেবোর্ন রোড ফ্লাইওভারের নীচে মেট্রোর টানেলিংয়ের কাজ চলছে। সেই কারণে গত দুদিন ধরে থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে শহরের বিভিন্ন এলাকায় যান চলাচল। বদল করা হয়েছে একাধিক বাস-মিনিবাসের রুটও। মহাত্মা গান্ধী রোড, স্ট্র্যান্ড রোড, রবীন্দ্র সরণি ও বি বি গাঙ্গুলি স্ট্রিটে বন্ধ ট্রাম চলাচল। ব্র্যাবোর্ন রোডের বিস্তীর্ণ এলাকা সহ বেশ কয়েকটি জায়গায় পার্কিং নিষিদ্ধ করেছে প্রশাসন। এই নিয়ন্ত্রণ ব্যবস্থা আগামিকাল ভোর ছটা পর্যন্ত লাগু থাকবে। এর জেরে সপ্তাহের শুরুর দিনেই ব্যাপক দুর্ভোগের আশঙ্কা থাকছে। যদিও আশঙ্কার কথা আগেই উড়িয়ে দেন ডি সি ট্রাফিক ভি সলোমন নেসাকুমার। (আরও পড়ুন- হেয়ারস্ট্রিট গুলিকাণ্ডের দ্রুত কিনারা করে ফেলল পুলিস)

Updated By: Jul 10, 2017, 09:27 AM IST
সপ্তাহের প্রথম দিনে শহরে যানজটের আশঙ্কা

ওয়েব ডেস্ক: সপ্তাহের প্রথম কাজের দিনেই শহরে যানজটের আশঙ্কা। ব্রেবোর্ন রোড ফ্লাইওভারের নীচে মেট্রোর টানেলিংয়ের কাজ চলছে। সেই কারণে গত দুদিন ধরে থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে শহরের বিভিন্ন এলাকায় যান চলাচল। বদল করা হয়েছে একাধিক বাস-মিনিবাসের রুটও। মহাত্মা গান্ধী রোড, স্ট্র্যান্ড রোড, রবীন্দ্র সরণি ও বি বি গাঙ্গুলি স্ট্রিটে বন্ধ ট্রাম চলাচল। ব্র্যাবোর্ন রোডের বিস্তীর্ণ এলাকা সহ বেশ কয়েকটি জায়গায় পার্কিং নিষিদ্ধ করেছে প্রশাসন। এই নিয়ন্ত্রণ ব্যবস্থা আগামিকাল ভোর ছটা পর্যন্ত লাগু থাকবে। এর জেরে সপ্তাহের শুরুর দিনেই ব্যাপক দুর্ভোগের আশঙ্কা থাকছে। যদিও আশঙ্কার কথা আগেই উড়িয়ে দেন ডি সি ট্রাফিক ভি সলোমন নেসাকুমার। (আরও পড়ুন- হেয়ারস্ট্রিট গুলিকাণ্ডের দ্রুত কিনারা করে ফেলল পুলিস)

.