অর্পিতা ঘোষ সাক্ষী দিতে এলেন না, সারদা মামলা ঝুলে থাকল

অসুস্থ, তাই সাক্ষী দিতে এলেন না অর্পিতা ঘোষ। তৃণমূলের ঘনিষ্ঠ এই নাট্যকারের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই সুদীপ্ত সেনদের গ্রেফতার করা হয়েছিল। অর্পিতাকে সাক্ষী করার আবেদন করেছিল সরকার পক্ষই। তবে কি সরকার মামলা ঝুলিয়ে রাখতে চাইছে? প্রশ্নটা উঠতে শুরু করেছে। সারদা কেলেঙ্কারি নিয়ে তখন তোলপাড় গোটা রাজ্য।

Updated By: Dec 17, 2013, 11:44 PM IST

অসুস্থ, তাই সাক্ষী দিতে এলেন না অর্পিতা ঘোষ। তৃণমূলের ঘনিষ্ঠ এই নাট্যকারের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই সুদীপ্ত সেনদের গ্রেফতার করা হয়েছিল। অর্পিতাকে সাক্ষী করার আবেদন করেছিল সরকার পক্ষই। তবে কি সরকার মামলা ঝুলিয়ে রাখতে চাইছে? প্রশ্নটা উঠতে শুরু করেছে। সারদা কেলেঙ্কারি নিয়ে তখন তোলপাড় গোটা রাজ্য।

মুখ্যমন্ত্রী বলেছিলেন, একটি মিডিয়ার কর্মীদের কান্নাকাটি দেখার পরেই তিনি সব জানতে পারেন। সুদীপ্ত সেনের বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটে ওই মিডিয়া হাউসের কর্মীদের বেতন না দেওয়ার অভিযোগ দায়ের করেন তৃণমূল ঘণিষ্ঠ নাট্যকার অর্পিতা ঘোষ। সেটাই প্রথম অভিযোগ। ওই অভিযোগের ভিত্তিতেই সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়-সহ চার জনকে গ্রেফতার করে পুলিস। তারপর অনেক জল গড়িয়েছে। মামলার শুনানিও শুরু হয়েছে বিধাননগর আদালতে। কিন্তু শুরু থেকেই সরকারের পেশ করা সাক্ষীরা বিরূপ হচ্ছেন।

অর্থাত্‍ অর্পিতা ঘোষকে সাক্ষী করার আবেদন করেছিলেন স্বয়ং সরকারি আইনজীবী। মঙ্গলবার বিধাননগর আদালতে সাক্ষী দিতে আসার কথা ছিল অর্পিতা ঘোষের। কিন্তু এলেন না।

এই মামলাতেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল সাংসদ কুণাল ঘোষকে। তাঁর গোপণ জবানবন্দী দেওয়ার আর্জি মঞ্জুর করে আদালতও। কিন্তু তারপর থেকেই সরকার কুণাল ঘোষের নাম অন্য মামলায় যুক্ত করে দিয়ে গোপণ জবানবন্দী আটকাতে চাইছে বলে অভিযোগ উঠেছে আগেই। মঙ্গলবার অর্পিতা ঘোষ সাক্ষী দিতে না আসায় আরেক আশঙ্কার কথা শোনালেন দেবযানী মুখোপাধ্যায়ের আইজীবী।

সরকারের অস্বস্তি বাড়িয়ে মঙ্গলবারই সারদার সম্পত্তি বাজেয়াপ্ত করার ভার চেয়ে কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিয়েছে কেন্দ্রীয় সরকারের এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট।

.