ফের আত্মহত্যার চেষ্টা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা। বুধবার দুপুরে চন্দ্রাদেবী ভগত্‍ নামে ৩৪ বছর বয়সী এক মহিলা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান। তিনি কোনও বিষয়ে অভিযোগ জানাতে গিয়েছিলেন বলে জানা গেছে।

Updated By: Apr 5, 2012, 06:09 PM IST

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা। বুধবার দুপুরে চন্দ্রাদেবী ভগত্‍ নামে ৩৪ বছর বয়সী এক মহিলা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান। তিনি কোনও বিষয়ে অভিযোগ জানাতে গিয়েছিলেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী সেইসময় মহাকরণে ছিলেন। কালীঘাটের বাড়িতে উপস্থিত পুলিস কর্মীদের সঙ্গে কথাবার্তা বলে বেরিয়ে যান চন্দ্রাদেবী।
এরপরই স্থানীয় একটি ক্লাবের সামনে তিনি বিষ খান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। উপস্থিত পুলিসকর্মীরা চন্দ্রাদেবীকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। আপাতত সেখানেই চিকিত্‍সাধীন তিনি। তিনি এন্টালি এলাকার বাসিন্দা। কেন চন্দ্রাদেবী এমন ঘটনা ঘটালেন তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিস। ঘটনার পর থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিসি প্রহরা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।
এর আগে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গায়ে আগুন লাগিয়ে প্রসূন দত্ত নামে এক যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল।

.