বুধবার বাবরি ধ্বংসের রায়! কলকাতাতেও বজ্র আঁটুনি নিরাপত্তা লালবাজারের

লালবাজার সূত্রে খবর, ডিসিদে থানাওয়ারি নজরদারি জারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Reported By: সুকান্ত মুখোপাধ্যায় | Updated By: Sep 29, 2020, 11:47 PM IST
বুধবার বাবরি ধ্বংসের রায়! কলকাতাতেও বজ্র আঁটুনি নিরাপত্তা লালবাজারের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: বুধবার বাবরি মসজিদ নিয়ে রায়ের কথা মাথায় রেখে কলকাতা পুলিসের ডিভিশন অনুযায়ী থানাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। ২৮ বছর পর এই মামলার রায়কে কেন্দ্র করে যাতে কোনও অশান্তি না হয়, শান্তি-শৃঙ্খলা বজায় থাকে তার জন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে সব ডিভিশনকে। লালবাজার সূত্রে খবর, ডিসিদে থানাওয়ারি নজরদারি জারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত ফোর্স থাকবে প্রতিটি ডিভিশনে। Rfs ও hrfs মোতায়েন রাখা হবে ডিভিশন এর অফিসে।

আরও পড়ুন: নিজের চিকিৎসা নিজে করতে গিয়েই বিপদ? রাজ্যে করোনায় মৃত্যু আরও এক ডাক্তারের

২৮ বছর পর বুধবার মসজিদ ধ্বংসের মামলার রায় ঘোষণা করতে চলেছে লখনউয়ের বিশেষ সিবিআই আদালত। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যা হামলায় গুঁড়িয়ে গিয়েছিল শতাব্দীপ্রাচীন বাবরি মসজিদ। বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় ৩২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। যদিও এর মধ্যে সময়ের মধ্যে অযোধ্যায় বিতর্কিত জমির মালিকানা মামলার নিষ্পত্তি করেছে সুপ্রিম কোর্ট। গত ৯ নভেম্বর পাঁচ বিচারপতির বেঞ্চ সুন্নি ওয়াকফ বোর্ডের দাবি খারিজ করে সেখানে রামমন্দির নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। 

.