নিজের চিকিৎসা নিজে করতে গিয়েই বিপদ? রাজ্যে করোনায় মৃত্যু আরও এক ডাক্তারের

দন্ত চিকিৎসক সন্দীপ দে-র বয়স হয়েছিল ৫০ বছর। 

Reported By: তন্ময় প্রামাণিক | Updated By: Sep 29, 2020, 10:59 PM IST
নিজের চিকিৎসা নিজে করতে গিয়েই বিপদ? রাজ্যে করোনায় মৃত্যু আরও এক ডাক্তারের

নিজস্ব প্রতিবেদন:  রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে ফের এক চিকিৎসকের মৃত্যু হল। কোভিড আক্রান্ত ওই দন্ত চিকিৎসক শুরুতে নিজেই চিকিৎসা করছিলেন। অবস্থা গুরুতর হওয়ার পর হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর। এনিয়ে বেসরকারিভাবে এখনও পর্যন্ত রাজ্যে ৪১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 

কোভিডে প্রাণ গেল বাঁকুড়ার সোনামুখী গ্রামীণ হাসপাতালের দন্ত চিকিৎসক সন্দীপ দে-র। বয়স হয়েছিল ৫০ বছর। ওই হাসপাতাল সূত্রে খবর, ২১ সেপ্টেম্বরের আগে থেকে অসুস্থ ছিলেন সন্দীপবাবু। নিজেই নিজের চিকিৎসা করছিলেন। করোনার উপসর্গও ছিল তাঁর। তা সত্ত্বেও বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাননি। পরে দুর্গাপুরে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরে যান সন্দীপ দে।

গত শুক্রবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সন্দীপ দে। শনিবার সকালে তাঁকে দুর্গাপুরের বিবেকানন্দ হাসপাতালে ভর্তি করানো হয়। সেদিনই করোনা পরীক্ষার জন্য নেওয়া হয় তাঁর নমুনা। রবিবার মৃত্যু হয় চিকিৎসক সন্দীপ দে-র। পরে তার করোনা পরীক্ষার রিপোর্ট আসে পজেটিভ। এক সহকর্মীর আক্ষেপ, শুরুতেই যদি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসা করাতেন, তাহলে বেঁচে যেতেন হয়তো!

আরও পড়ুন- মেডিক্যালে কোভিড ডাক্তার-নার্সদের আড়াই মাসের খাবারের বিল দেড় কোটি! 

.