ব্রেসব্রিজের ইন্দিরা পল্লী বস্তিতে এখন শুধুই হাহাকার

ব্রেসব্রিজের  ইন্দিরা পল্লী বস্তিতে এখন শুধুই  হাহাকার। শেষ সম্বলটুকুও পুড়ে ছাই।  খোলা আকাশের নিচেই কেটেছে রাত। গতরাতে ব্রেসব্রিজ স্টেশন সংলগ্ন চার নম্বর ইন্দিরা পল্লী বস্তিতে আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল, যে আধঘণ্টার মধ্যেই ভস্মীভূত হয়ে যায় গোটা বস্তি। অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদা-বজবজ শাখায় দুঘণ্টার বেশি সময় বন্ধ ছিল ট্রেন চলাচল।  রাতে স্থানীয় ক্লাবেই খাবারের ব্যবস্থা করে ঘর হারা বস্তিবাসীর। ঠিক কিভাবে আগুন লাগল তার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ববি হাকিম দ্রুতই ত্রাণ ও পূর্ণবাসনের আশ্বাস দিয়েছেন

Updated By: Jan 14, 2016, 09:18 AM IST
ব্রেসব্রিজের ইন্দিরা পল্লী বস্তিতে এখন শুধুই হাহাকার

ওয়েব ডেস্ক: ব্রেসব্রিজের  ইন্দিরা পল্লী বস্তিতে এখন শুধুই  হাহাকার। শেষ সম্বলটুকুও পুড়ে ছাই।  খোলা আকাশের নিচেই কেটেছে রাত। গতরাতে ব্রেসব্রিজ স্টেশন সংলগ্ন চার নম্বর ইন্দিরা পল্লী বস্তিতে আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল, যে আধঘণ্টার মধ্যেই ভস্মীভূত হয়ে যায় গোটা বস্তি। অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদা-বজবজ শাখায় দুঘণ্টার বেশি সময় বন্ধ ছিল ট্রেন চলাচল।  রাতে স্থানীয় ক্লাবেই খাবারের ব্যবস্থা করে ঘর হারা বস্তিবাসীর। ঠিক কিভাবে আগুন লাগল তার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ববি হাকিম দ্রুতই ত্রাণ ও পূর্ণবাসনের আশ্বাস দিয়েছেন

 

.