পাখির চোখ পঞ্চায়েত, সমবায়ে জোর মমতার

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমবায় নিয়ে এক আলোচনাভায় মুখ্যমন্ত্রী বলেন,‘সমবায় গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড, সমবায় সমিতির কোনও বিকল্প নেই।’ সমবায়কে আরও শক্তিশালী করতে বেশ কয়েকটি বিষয়ের ওপর জোর দিতে বলেন তিনি।

Updated By: Jan 25, 2018, 03:35 PM IST
পাখির চোখ পঞ্চায়েত, সমবায়ে জোর মমতার

নিজস্ব প্রতিবেদন: সামনেই পঞ্চায়েত নির্বাচন। এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে শাসক-বিরোধী দুই পক্ষ। ভোটব্যাঙ্ক আরও মজবুত করতে এবার সমবায়ের ওপর জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীকে যাতে আরও বেশি করে ঋণ দেওয়ার কথা বলেন তিনি। 
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমবায় নিয়ে এক আলোচনাভায় মুখ্যমন্ত্রী বলেন,‘সমবায় গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড, সমবায় সমিতির কোনও বিকল্প নেই।’ সমবায়কে আরও শক্তিশালী করতে বেশ কয়েকটি বিষয়ের ওপর জোর দিতে বলেন তিনি।

আরও পড়ুন: চায়ে চুমুক দিতেই উঠল গো ব্যাক স্লোগান, মুড়াগাছায় বিক্ষোভের মুখে বাবুল
প্রথমত, কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও বেশি করে ঋণ দিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ৬০০ কোটি টাকার ঋণ দিয়েছে রাজ্য সরকার, সেই ঋণের পরিমান বাড়িয়ে এবার হাজার কোটি টাকা করা হবে বলে জানিয়েছেন তিনি। 
দ্বিতীয়ত, সমবায়ের উন্নয়নে হাই পাওয়ার কমিটি গঠন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিবকে নিয়ে তৈরি হবে এই কমিটি। কমিটির সুপারিশ অনুযায়ীই নির্ধারিত হবে সমবায়ের ভবিষ্যত পরিকল্পনা। ৬ মাসের মধ্যেই সমবায়ের কীভাবে উন্নয়ন সম্ভব, সেবিষয়ে পর্যালোচনা করবে এই কমিটি। 

আরও পড়ুন: সেতুর থামে 'মরণফাঁদ', আতঙ্কে প্রহর গুনছেন গ্রামবাসীরা
তৃতীয়ত, সমবায়ে স্বচ্ছতা বজার রাখার ওপর জোর দিতে বলেন মুখ্যমন্ত্রী। গ্রাহক সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়েই তাঁকে ঋণ দেওয়ার কথা বলেন তিনি। নিয়মিত অডিট করারও পরামর্শ দেন। টাকা নয়ছয় বন্ধ করতে কঠোর পদক্ষেপ করার কথা বলেন মুখ্যমন্ত্রী।
চতুর্থত, রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতে যেখানে ব্যাঙ্ক নেই, সেখানে সমবায় ব্যাঙ্ক গড়ে তোলার কথা বলেন তিনি। এটিএম, ভ্রাম্যমান মেশিন আরও চালু করার কথা বলেন।
পরিসংখ্যান বলছে, রাজ্যের প্রায় ৫০ লক্ষ মানুষ সমবায়ের সঙ্গে যুক্ত। তার মধ্যে শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীতেই রয়েছেন ২ লক্ষ মানুষ। পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ ভোটব্যাঙ্ক মজবুত করতে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিত্সা বিমা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।  
 

.