নাইট কারফিউকে 'বুড়ো আঙুল'! রাতের কলকাতায় মুখে মাস্কহীন বাইকবাহিনীর দাপট

এত কিছুর পরেও শহরের একশ্রেণির মানুষ যে আদৌ সচেতন নন, তার জ্বলজ্যান্ত উদাহরণ কলকাতার বিভিন্ন রাস্তায় নিয়মভাঙার ছবি।

Reported By: রণয় তেওয়ারি | Updated By: Jun 9, 2020, 09:27 AM IST
নাইট কারফিউকে 'বুড়ো আঙুল'! রাতের কলকাতায় মুখে মাস্কহীন বাইকবাহিনীর দাপট

নিজস্ব প্রতিবেদন : লকডাউন কাটিয়ে আনলক পর্ব শুরু হলেও, করোনা রুখতে সতর্কতামূল ব্যবস্থা হিসেবে মাস্ক ও সোশ্যাল ডিস্ট্যান্সিংকে 'মাস্ট' করেছে সরকার। একইসঙ্গে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাড়ির বাইরে বেরনোতেও নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। কিন্তু রাতের কলকাতায় ঢুঁ মারতেই চোখে পড়ল, নিয়ম ভাঙার একের পর এক ছবি। রাতের শহরে একইরকমভাবে বহাল বাইকবাহিনীর দাপট। আর সেই বাইকবাহিনীর হেলমেট তো দূরের কথা, মুখে মাস্কের 'ম' পর্যন্ত নেই। রাতের কলকাতা ঘুরে যে ছবি উঠে এল, তা অনেকটা এরকম-

রাত ১১টা, ধর্মতলা মোড় : 

কোনও বাইকে দু'জন। কোনও কোনও মোটরবাইকে আবার ৩ জনও বসে রয়েছে। হেলমেট তো দূরের কথা। মুখে মাস্ক পর্যন্ত নেই।

রাত ১২টা, মৌলালি মোড়: 

নাইট কারফিউ কি চলছে? ক্যামেরায় যে ছবি ধরা পড়ল, তাতে এই প্রশ্নের উত্তর "না" বলা যেতেই পারে।

রাত ১টা, মহাত্মা গান্ধী রোড ক্রসিং: 

এখানেও সেই একই ছবি ধরা পড়ল। বাইকে একসঙ্গে ৩ জন ঘেঁষাঘেঁষি করে বসে রয়েছেন। সামাজিক দূরত্বের কোনও বালাই নেই। মুখে মাস্ক পর্যন্ত নেই।

রাত ২টো, রাসবিহারী মোড় : 

শুধু যে দু'চাকার বাইক তাই নয়, চারচাকার গাড়ি থেকে ১০-১২ চাকার লরির চালক, খালাসিদেরও মুখে মাস্ক পর্যন্ত নেই। ধরা পড়ল এমন ছবিও।

রাত ৩টে, রুবির মোড়: 

যেভাবে মোটরবাইক নিয়ে একশ্রেণির যুবককে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেল, তাতে একসময় মনে হতেই পারে যে এখন সন্ধেবেলা।

রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ। বাড়ির বাইরে যাতে কেউই বের হতে না পারেন তার জন্য সম্প্রতি নবান্ন থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল। কিন্তু এত কিছুর পরেও শহরের একশ্রেণির মানুষ যে আদৌ সচেতন নন, তার জ্বলজ্যান্ত উদাহরণ কলকাতার বিভিন্ন রাস্তায় নিয়মভাঙার ছবি।

আরও পড়ুন, ফোকাসে একুশ, বেলা ১১টায় অমিত শাহের LIVE ভাষণ, জেনে নিন কোন কোন লিঙ্কে দেখতে পাবেন  

.