"সরকার উলঙ্গ", সমাবেশ মঞ্চে বিস্ফোরক বিমান

Updated By: Dec 16, 2014, 11:30 PM IST
"সরকার উলঙ্গ", সমাবেশ মঞ্চে বিস্ফোরক বিমান

সারদা ইস্যুতে মুখ্যমন্ত্রী ও সরকারকে সাঁড়াশি চাপে ফেলতে তীব্র আক্রমণাত্মক সিপিআইএম নেতারা। আজ শহিদ মিনারের সমাবেশ থেকে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের দাবি, সম্মান থাকলে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী।

সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসু বললেন, সরকার উলঙ্গ, প্রমাণ করবে বিরোধীরা। প্রথম দফায় সারদা কেলেঙ্কারি ফায়দা তুলতে পারেনি বিরোধী সিপিআইএম। দ্বিতীয় দফায় সে সুযোগ যেন হাতছাড়া না হয় তাই কোমর বেঁধে ময়দানে সিপিআইএম শীর্ষনেতারা। দলের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির ডাকে শহিদ মিনারের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অল আউট  আক্রমণ শানালেন তাঁরা।

শহিদ মিনারে লক্ষ মানুষের সমাবেশে বিমান বসুর অভিযোগ, চোরেদের সরকারকে চোর বললে ক্ষুদ্ধ হচ্ছেন মুখ্যমন্ত্রী। সারদা কেলেঙ্কারি ইস্যুতে দলকে প্রতিবাদের রাস্তা দেখাল সিপিআইএমের উত্তর ২৪ পরগনা জেলা কমিটি। সমাবেশ হাজির হয়েছিলেন দক্ষিণবঙ্গের প্রায় সবজেলার নেতারাই। সবজেলাতেই এবার একইধরণের প্রতিবাদের রাস্তায় সিপিআইএম।

 

.