কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংগঠন তৈরির পথে বিজেপি

এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিজেদের  সংগঠন তৈরি করতে চলেছে বিজেপি। তাও আবার প্রাক্তন তৃণমূল নেতার হাত ধরে । কলকাতা বিশ্ববিদ্যালয়ের  তৃণমূলের শিক্ষাকর্মী সংগঠনের প্রাক্তন নেতা মন্মথ বিশ্বাসকে দায়িত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকর্মী সংগঠন তৈরি করতে চলেছে বিজেপি। এমাসেই  আত্মপ্রকাশ করতে চলেছে নতুন সংগঠন।

Updated By: Aug 14, 2014, 04:46 PM IST
কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংগঠন তৈরির পথে বিজেপি

কলকাতা: এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিজেদের  সংগঠন তৈরি করতে চলেছে বিজেপি। তাও আবার প্রাক্তন তৃণমূল নেতার হাত ধরে । কলকাতা বিশ্ববিদ্যালয়ের  তৃণমূলের শিক্ষাকর্মী সংগঠনের প্রাক্তন নেতা মন্মথ বিশ্বাসকে দায়িত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকর্মী সংগঠন তৈরি করতে চলেছে বিজেপি। এমাসেই  আত্মপ্রকাশ করতে চলেছে নতুন সংগঠন।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের  শিক্ষাকর্মী সংগঠনের  দায়িত্বে ছিলেন মন্মথ বিশ্বাস। তাঁর হাতে তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের হেনস্থার ঘটনা নিয়ে একসময় রীতিমত বিতর্ক তৈরি হয়েছিল। আর এবার তাঁর হাত ধরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে শাখা সংগঠন তৈরি করতে চলেছে বিজেপি। মন্মথ বিশ্বাসের নেতৃত্বে প্রায় দেড়শোজন শিক্ষাকর্মী যোগ দিয়েছেন বিজেপিতে।

কিন্তু কি কারণে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ।  মন্মথ বিশ্বাস বলছেন, সরকার প্রতিশ্রুতি রাখেনি তাই এই সিদ্ধান্ত। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, মন্মথ  বিতাড়িত নেতা। সাধারণ সদস্যপদ গ্রহণ হয়ে গেছে। আগামী সপ্তাহের বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকেও বসছেন শিক্ষাকর্মীরা। কলকাতা বিশ্ববিদ্যালয় পাশাপাশি  রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়েই এই মাসেই নিজেদের ইউনিট খোলার  উদ্যোগ নিচ্ছে বিজেপি।

 

.