শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দিল গিল্ড

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দিল বুক সেলার্স অ্যান্ড পাবলিসার্স গিল্ড। পুরস্কারের আর্থিক মূল্য ৫ লক্ষ টাকা। তরুণ কবি হিসাবে বিশেষ পুরস্কার পেয়েছেন কবি শ্রীজাত। বইমেলায় আজ কৃত্তিবাস পুরস্কার দেওয়া হবে।

Updated By: Feb 8, 2014, 02:48 PM IST

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দিল বুক সেলার্স অ্যান্ড পাবলিসার্স গিল্ড। পুরস্কারের আর্থিক মূল্য ৫ লক্ষ টাকা। তরুণ কবি হিসাবে বিশেষ পুরস্কার পেয়েছেন কবি শ্রীজাত। বইমেলায় আজ কৃত্তিবাস পুরস্কার দেওয়া হবে।

শুধুমাত্র বই কেনা বা বিভিন্ন স্টল ঘুরে বই দেখাই নয়। লেখকের সঙ্গে পাঠকের আত্মিক সম্পর্কও গড় ওঠে বই মেলায়। প্রতিবারই বইমেলায় পুরস্কার প্রদানের ব্যবস্থা করে বইমেলা কর্তৃপক্ষ। শুক্রবার সারা জীবনের স্বীকৃতি স্বরূপ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তরুণ কবি শ্রীজাত পেলেন বিশেষ পুরস্কার।

কৃত্তিবাস পত্রিকার ৬০ বছর পূর্তি উপলক্ষে শনিবার তিনজন কবিকে পুরস্কার দেওয়া হবে। কবি প্রণব মুখোপাধ্যায়, সুব্রত রুদ্র, সোমনাথ চট্টোপাধ্যায়ের হাতে পুরস্কার তুলে দেবেন কৃত্তিবাস পত্রিকার সম্পাদক স্বাতী গঙ্গোপাধ্যায়।

সুনীল গঙ্গোপাধ্যায় স্মতি কৃত্তিবাস পুরস্কার পাচ্ছেন কবি তন্ময় চক্রবর্তী। ভাস্কর দত্ত স্মৃতি কৃত্তিবাস পুরস্কার পাচ্ছেন মিতুল দত্ত। সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর পর থেকে কৃত্তিবাস পুরস্কার দেওয়া শুরু হয়েছে বইমেলায়।

.