একুশে জুলাই কমিশনে সাক্ষ্য দিতে গিয়ে মণীশ গুপ্তের দিকে আঙুল তুললেন বুদ্ধদেব ভট্টাচার্য

একুশে জুলাই কমিশনে আজ সাক্ষ্য দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বেলা বারোটা নাগাদ কমিশনের দফতরে পৌছন তিনি। ১৯৯৩ সালের ২১ শে জুলাই গুলি চালানোর ঘটনা সম্পর্কে তাঁর কাছ থেকে বিস্তারিত জানতে চায় কমিশন।

Updated By: Feb 26, 2014, 02:18 PM IST

একুশে জুলাই কমিশনে আজ সাক্ষ্য দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বেলা বারোটা নাগাদ কমিশনের দফতরে পৌছন তিনি। ১৯৯৩ সালের ২১ শে জুলাই গুলি চালানোর ঘটনা সম্পর্কে তাঁর কাছ থেকে বিস্তারিত জানতে চায় কমিশন।

ওই সময় রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এর আগেই কমিশন ডেকে পাঠিয়েছিল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে। কমিশনে সাক্ষ্য দিয়েছেন বর্তমান শাসকদলের একাধিক নেতা, মন্ত্রী ও বিধায়ক। সাক্ষ্য দিয়েছেন রাজ্যের বর্তমান ও প্রাক্তন পুলিসকর্তারাও।

একুশে জুলাই কমিশনে সাক্ষ্য দিতে গিয়ে মণীশ গুপ্তের দিকেই আঙুল তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ২১ জুলাই গুলি চালানো নিয়ে সেসময় পুলিসের তৈরি রিপোর্ট কী সত্যিই নিঁখোজ হয়েছে না তা আড়াল করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

১৯৯৩ গুলি চালানোর ঘটনার সময় রাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন মণীশ গুপ্ত। এই বিষয় নিয়ে রাজ্য প্রশাসন একটি রিপোর্টও দিয়েছিল তত্কালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে। কিন্তু সেই রিপোর্টই পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। নথি লোপাট নিয়ে কমিশনকে খোঁজ নিতে বলেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রশাসনিক তদন্তের পর তাঁর সরকার আর কোনও তদন্তের প্রয়োজন মনে করেনি বলে কমিশনকে জানান তিনি।

.