Jadavpur University: 'উপাচার্য হিসেবে কাজ চালিয়ে যাব', অপসারণ-জটে অনড় বুদ্ধদেব সাউ!

ব্যবধান মাস চারেকের। গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউকে যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করেছিলেন রাজ্যপালই। সমাবর্তন নিয়ে জটিলতার মাঝেই আবার তাঁকে অপসারণও করে দিয়েছেন। কবে? শনিবার, সমাবর্তন অনুষ্ঠানের আগেরদিন।

Updated By: Dec 27, 2023, 09:58 PM IST
Jadavpur University: 'উপাচার্য হিসেবে কাজ চালিয়ে যাব', অপসারণ-জটে অনড় বুদ্ধদেব সাউ!

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: 'উপাচার্য হিসেবে কাজ চালিয়ে যাব'। যাদবপুরে অপসারণ-জটে অনড় বুদ্ধদেব সাউ! বললেন, 'বিশ্ববিদ্য়ালয় স্বশাসিত সংস্থা। কোর্ট সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তকে আবমাননা করা যায় না'। 

আরও পড়ুন:  Rajeev Kumar: রাজ্যের নয়া ডিজি রাজীব কুমার; 'নির্দোষকে বলি দিতে যাবেন না', বিস্ফোরক কুণাল...

ব্যবধান মাস চারেকের। গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউকে যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করেছিলেন রাজ্যপালই। সমাবর্তন নিয়ে জটিলতার মাঝেই আবার তাঁকে অপসারণও করে দিয়েছেন। কবে? শনিবার, সমাবর্তন অনুষ্ঠানের আগেরদিন।

এদিকে পদাধিকার বলে যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল। কিন্তু তাঁর অনুমতি ছাড়াই সমাবর্তন অনুষ্ঠান হয়েছে যাদবপুরে। কীভাবে? রাজ্যপাল বলেন, 'সমাবর্তন বেআইনি। পড়ুয়াদের দেওয়া ডিগ্রিও কোনও আইনি বৈধতা নেই'। এমনকী, যাঁকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করেছেন, তাঁকে 'কলঙ্কিত উপাচার্য'-ও বলেছেন সিভি আনন্দ বোস।

এবার পাল্টা দিলেন বুদ্ধদেব সাউ। তিনি বলেন, 'যে যার মতো যা কিছু বলার তো স্বাধীনতা আছে। কলঙ্কিত কি কলঙ্কিত নয়, সেটা সাধারণ মানুষ জানে। ২১ বছর ধরে পড়াচ্ছি। আমাকে ছাত্র না চেনে না  নাকি বিশ্ববিদ্যালয়ের লোক চেনে না? আমি যদি কলঙ্কিত হয়ে থাকি, তাহলে এই কদিনেই  কলঙ্কিত হয়ে গেলাম'! 

বুদ্ধদেবের আরও বক্তব্য,  'আমি বারবার রাজভবনে যোগাযোগ করার চেষ্টা করছি। আলোচনা করতেই সময় দেওয়া হয়নি। সমাবর্তন নিয়েও আলোচনা করতে চেয়েছি, আলোচনা করতে দেওয়া হয়নি। সমাবর্তন নিয়ে ওনার সঙ্গে আলোচনা করেছি পুজোর আগে। আমার বিরুদ্ধে যদি কোন অভিযোগ থেকে থাকে, তদন্ত হওয়া উচিত, করুন না'!

আরও পড়ুন:  Gandhipedia: এক ক্লিকেই সামনে হাজির সব তথ্য, যুব সমাজকে মহাত্মাকে চেনাতে AI গান্ধীপিডিয়া!

এদিকে যাদবপুরের রেজিস্ট্রারকে চিঠি দিল অধ্যাপকদের সংগঠন জুটা। তাঁদের দাবি, 'রেজিস্ট্রার যেন বিশ্ববিদ্যালয়ের কোর্ট থেকে জেনে নেন, কে উপাচার্য? উপাচার্যকে নিয়োগ করার ক্ষমতা নেই কোর্টের'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.