Mamata: প্রধানমন্ত্রী বিদেশ চলে গেলেন, হিংসে করে হিন্দু মহিলাকে রোমে যেতে দিলেন না

রোমে শান্তি সম্মেলনে ডাক পেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।  ৬ ও ৭ অক্টোবর রোমে ওই সভা হওয়ার কথা।

Updated By: Sep 25, 2021, 05:47 PM IST
Mamata: প্রধানমন্ত্রী বিদেশ চলে গেলেন, হিংসে করে হিন্দু মহিলাকে রোমে যেতে দিলেন না

নিজস্ব প্রতিবেদন: মমতাকে (Mamata Banerjee) রোম সফরের অনুমতি দেয়নি কেন্দ্র। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে কলিন লেনের নির্বাচনী সভায় জবাব দিলেন তৃণমূল নেত্রী (TMC Supremo)। তাঁর দাবি, হিংসের কারণে অনুমতি দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার।              

রোমে শান্তি সম্মেলনে ডাক পেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। ৬ ও ৭ অক্টোবর রোমে ওই সভা হওয়ার কথা। কিন্তু ওই সভায় যেতে প্রয়োজনীয় ছাড়পত্র দেয়নি বিদেশমন্ত্রক। তারা জানিয়েছে, অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীর থাকা বাঞ্চনীয় নয়। এনিয়ে উষ্মাপ্রকাশ করেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,''বিশ্ব শান্তির জন্য সভা ছিল রোমে। দু'মাস আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। জার্মান চ্যান্সেলর, হোলি পোপ, ইজিপ্টের ইমাম ও ইতালির প্রধানমন্ত্রী থাকবেন। আমাকে যেতে বলেছিল। বাংলাদেশ ও ভারতের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা থাকলেও আমাকে বিশেষ অনুমতি দিয়েছিল ইতালি সরকার। কেন্দ্রীয় সরকার চিঠি দিয়ে খারিজ করে দিয়েছে। কারণ মুখ্যমন্ত্রীর যাওয়াটা ঠিক নয়। আমি যেখানেই যাই মানা করে দেয়। আর ওরা এদিক-ওদিক ঘোরে।''

কোভ্যাক্সিনের আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে টানাপোড়েনের প্রসঙ্গ তোলেন তৃণমূল নেত্রী। বলেন,''কোভ্যাক্সিনকে স্বীকৃতি দেয়নি হু। কিন্তু প্রধানমন্ত্রী বিশেষ অনুমতি নিয়ে চলে গেলেন। একবারও ভাবলেন, কত শিল্পপতি, পড়ুয়া যেতে পারেননি! প্রধানমন্ত্রীর যাওয়াতে আমার আপত্তি নেই। দেশের জন্য যেতে হয়। আমাকে কেন দেশের প্রতিনিধিত্ব করতে দিলেন না? শান্তির ব্যাপারে কেন আমাকে আটকে দিলেন? এভাবে আমাকে আটকাতে পারবেন না। যেতে দিলে লোকে দুঃখিত হত না।''

তাঁর রোম সফরের সঙ্গে দেশের সম্মান জড়িত ছিল বলে জানান মমতা। বিঁধেছেন বিজেপির হিন্দুত্বের রাজনীতিকেও। তিনি বলেন,''বেআইনি কাজ করেছেন। আমি বিদেশে ঘুরতে যেতে ইচ্ছুক নই। কিন্তু এর সঙ্গে দেশের সম্মান জড়িত। সব ধর্মের লোক থাকবে। পোপ খৃষ্ট্রান, ইজিপ্টের ইমাম মুসলিম, এবং জার্মান চান্সেলর খৃষ্ট্রান। হিন্দু ধর্ম নিয়ে এত জিগির তোলেন অথচ হিন্দু মহিলাকে যেতে দিলেন না কেন?'' তৃণমূল নেত্রীর সংযোজন,''এটা হিংসে। হিংসের জন্য অনুমতি দেয়নি।'' 

আরও পড়ুন- পচা কুকুর বাড়ির সামনে ফেলে আসব, প্রার্থীর দেহ নিয়ে BJP-র বিক্ষোভে মন্তব্য Mamata-র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.