HC: ভুল প্রশ্ন-মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে হাজিরার নির্দেশ হাইকোর্টের

 ২০১৪ সালের প্রাথমিকের টেটে (Primary TET) ৬টি প্রশ্ন নিয়ে তৈরি হয়েছিল বিভ্রান্তি। 

Updated By: Sep 10, 2021, 11:08 PM IST
HC: ভুল প্রশ্ন-মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে হাজিরার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদন: প্রাথমিক টেট পরীক্ষায় (Primary TET) ভুল প্রশ্ন মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে সশরীরে আদালতে হাজিরের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী সোমবার সকাল ১১টায় তাঁকে হাজিরা দিতে হবে। 

বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নির্দেশের পরেও কেন ভুল প্রশ্নের যাঁরা উত্তর দিয়েছেন তাঁদের নম্বর দেওয়া হয়নি সেই মর্মে আদালত অবমাননার মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। গত শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) মন্তব্য করেছিলেন, নির্দেশ সত্ত্বেও নম্বর দেওয়া হয়নি। এটা মামলাকারীদের হেনস্থার সমান। জরিমানা হিসেবে ১৯ জন মামলাকারীকে ২০ হাজার টাকা করে দিতে হবে মানিক ভট্টাচার্যকে। নিজের পকেট থেকে সেই টাকা দেবেন। প্রাপ্ত নম্বরও দিতে হবে। পাশ করলে শংসাপত্র দিয়ে দ্রুত ডাকতে হবে ইন্টারভিউয়ে।

 ২০১৪ সালের প্রাথমিকের টেটে (Primary TET) ৬টি প্রশ্ন নিয়ে তৈরি হয়েছিল বিভ্রান্তি। ওই প্রশ্নগুলি 'অ্যাটেন্ড' (উত্তর দিলে) নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। সেই নির্দেশ মানা হয়নি বলে আদালতের দ্বারস্থ হন ১৯ জন পরীক্ষার্থী। 

আরও পড়ুন- HC: শিক্ষক নেতা মইদুলের মামলার শুনানির এখন প্রয়োজন নেই, জানাল High Court

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.