Primary TET: আপাতত টেটের প্যানেল প্রকাশ নয়! সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

ব্যবধান এক সপ্তাহের। ২০১৬ ও ২০২০ সালে টেটের জেলাভিত্তিক প্য়ানেল প্রকাশ নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ। কবে? ১২ ডিসেম্বর।

Updated By: Dec 20, 2023, 09:23 PM IST
Primary TET: আপাতত টেটের প্যানেল প্রকাশ নয়! সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

অর্ণবাংশু নিয়োগী: ২০১৬ সালে টেটে প্য়ানেল আপাতত আদালতে জমা দেওয়ার প্রয়োজন নেই। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে এবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। স্থগিতাদেশের মেয়াদ ৪ সপ্তাহ। এমনকী, মামলাকারী টেট উত্তীর্ণ কিনা, তা নিয়েও প্রশ্ন তুলল ডিভিশন বেঞ্চ। রিপোর্ট দিতে বলা হল সিবিআইকে।

আরও পড়ুন:  Justice Abhijit Gangopadhyay: 'মুখ্যমন্ত্রী মানবিক! রাস্তায় দু'শো বছর বসে থাকলেও চাকরি হবে না'....

ব্যবধান এক সপ্তাহের। ২০১৬ ও ২০২০ সালে টেটের জেলাভিত্তিক প্য়ানেল প্রকাশ নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ। কবে? ১২ ডিসেম্বর।

এই মামলায় আগের নির্দেশ মেনে হাইকোর্টে হলফনামা দিয়েছিল পর্ষদ। হলফনামায় উল্লেখ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে টেটের একটি প্যানেল প্রকাশ করা হয়েছিল। কিন্তু ২০২০ সালে যে নিয়মে নিয়োগ হয়েছে, তাতে প্যানেল প্রকাশ করা যাবে না! কিন্তু পর্ষদের যুক্তি মানতে রাজি হয়নি সিঙ্গল বেঞ্চ। এরপরই মামলা গড়ায় ডিভিশন বেঞ্চে।

আরও পড়ুন:  Metro for Sunday TET: টেটের জন্য রবিবারের মেট্রোসূচিতে বদল, পরীক্ষার্থীদের সুবিধার্থে চলবে অতিরিক্ত ট্রেন!

এদিকে নিয়োগ দাবিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে SLST-র চাকরিপ্রার্থীরা। রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন তাঁরা। বিচারপতি বলেন, 'আমার কাজের একটা ক্ষেত্র আছে। আমি এভাবে চাকরি পাইয়ে দিতে পারি না। তার জন্য আইনেরই দ্বারস্থ হতে হবে। চাকরি যদি প্রাপ্য হয়, তাহলে ব্যবস্থা হবে। দু'শো বছর রাস্তায় বসে থাকলেও লাভ হবে না'। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.