২৪ ঘণ্টা চলবে ভারী বৃষ্টি

আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। এই মূহুর্তে পশ্চিমী ঝঞ্ঝা ও মৌসুমী অক্ষরেখার মধ্যে কার্যত দড়ি টানাটানি হচ্ছে। এরজেরে গত ৩ দিন ধরে একই জায়গায় অবস্থান করছে ঘূর্ণাবর্ত।

Updated By: Sep 16, 2012, 03:15 PM IST

আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। এই মূহুর্তে পশ্চিমী ঝঞ্ঝা ও মৌসুমী অক্ষরেখার মধ্যে কার্যত দড়ি টানাটানি হচ্ছে। এরজেরে গত ৩ দিন ধরে একই জায়গায় অবস্থান করছে ঘূর্ণাবর্ত।
দক্ষিণবঙ্গে  মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ায় ঘূর্ণাবর্তকে পশ্চিমদিকে সরাতে চাইছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা চাইছে পূর্ব দিকে নিয়ে আসতে। এর প্রভাবেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। গত দুদিন ধরে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বত্রই প্রবল বৃষ্টি হয়েছে। শনিবার দু`ঘণ্টা সময়ের মধ্যে আলিপুরে বৃষ্টি হয়েছে ৮ সেন্টিমিটারেরও বৃষ্টি। রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই শহর ও শহরতলীতে প্রবল বৃষ্টি শুরু হয়।

.