রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল SSKM হাসপাতাল

রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল SSKM  হাসপাতাল। রাতভর রোগীর আত্মীয়দের সঙ্গে ঝামেলা চলে জুনিয়র ডাক্তারদের। পরে পুলিস গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। গতকাল সন্ধ্যায় হাসপাতালে মৃত্যু হয় অশোক রাম নামে বছর তেইশের এক যুবকের। এরপরেই চিকিত্‍সার গাফিলতিতে মৃত্যুর অভিযোগে জুনিয়র ডাক্তারদের ওপর চড়াও হয় রোগীর আত্মীয়রা।  

Updated By: Aug 30, 2016, 08:08 AM IST
রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল SSKM  হাসপাতাল

ওয়েব ডেস্ক: রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল SSKM  হাসপাতাল। রাতভর রোগীর আত্মীয়দের সঙ্গে ঝামেলা চলে জুনিয়র ডাক্তারদের। পরে পুলিস গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। গতকাল সন্ধ্যায় হাসপাতালে মৃত্যু হয় অশোক রাম নামে বছর তেইশের এক যুবকের। এরপরেই চিকিত্‍সার গাফিলতিতে মৃত্যুর অভিযোগে জুনিয়র ডাক্তারদের ওপর চড়াও হয় রোগীর আত্মীয়রা।  

আরও পড়ুন জেনেই হোক অথবা না জেনেই, নীল আলো শহরে বসানোর জন্য ধন্যবাদ দিতে চাই মুখ্যমন্ত্রীকে

ঝামেলায় জড়িয়ে পরেন জুনিয়র ডাক্তাররাও। হাতাহাতি হয় দুই পক্ষের। রোগীর আত্মীয়দের অভিযোগ,তাঁদের তিনজনকে হাসপাতালে আটকে রেখে মারধর করেছেন জুনিয়র ডাক্তাররা। পাল্টা  রোগীর আত্মীয়দের বিরুদ্ধে জুনিয়র ডাক্তাররা মারধরের অভিযোগ এনেছেন । ঘটনায়  তিনজনকে আটক করেছে পুলিস।

আরও পড়ুন  এবার চুরি করবেন কুইন কঙ্গনা রানাওয়াত!

 

.