নোট বাতিল কাণ্ডে ফের প্রধানমন্ত্রীকে তোপ মুখ্যমন্ত্রীর

নোট বাতিল কাণ্ডে ফের প্রধানমন্ত্রীকে তোপ মুখ্যমন্ত্রীর। টুইটারে তিনি লিখেছেন, কেন্দ্রের দিশাহীন নীতির শিকার কোটি কোটি মানুষ। এটা বড়সড় বিপর্যয়। সরকারের স্বৈরাচারী সিদ্ধান্তের ফল ভোগ করতে হচ্ছে দেশের ৫ কোটি খেটে খাওয়া মানুষকে। স্বাধীনোত্তর ভারতবর্ষে খেটে খাওয়া মানুষের কাছে এটা সত্যিই এটা বড় ধাক্কা। জানা গেছে, নোট বাতিলের জেরে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা, বিশেষ করে ই কমার্স, চর্মশিল্প, পাট শিল্প,কাঁচ শিল্প, বিড়ি শিল্প, গয়না শিল্প এবং সরকারের MNREGA প্রকল্পের সঙ্গে যুক্ত দিন আনা দিন খাওয়া বহু মানুষ এখন বেকার। বড় বড় শিল্পসংস্থাতেও কর্মী সঙ্কোচন চলছে। ফলে কাজ হারানোর আশঙ্কায় বহু মানুষ। আমি এইসমস্ত মানুষের দুঃখ-কষ্ট বুঝতে পারি। তাঁরা কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তা অনুভব করতে পারি। এটা সত্যিই ভীষণই উদ্বেগের বিষয় যা আপনাদের জানাতে চাই।

Updated By: Dec 14, 2016, 08:36 AM IST
নোট বাতিল কাণ্ডে ফের প্রধানমন্ত্রীকে তোপ মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: নোট বাতিল কাণ্ডে ফের প্রধানমন্ত্রীকে তোপ মুখ্যমন্ত্রীর। টুইটারে তিনি লিখেছেন, কেন্দ্রের দিশাহীন নীতির শিকার কোটি কোটি মানুষ। এটা বড়সড় বিপর্যয়। সরকারের স্বৈরাচারী সিদ্ধান্তের ফল ভোগ করতে হচ্ছে দেশের ৫ কোটি খেটে খাওয়া মানুষকে। স্বাধীনোত্তর ভারতবর্ষে খেটে খাওয়া মানুষের কাছে এটা সত্যিই এটা বড় ধাক্কা। জানা গেছে, নোট বাতিলের জেরে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা, বিশেষ করে ই কমার্স, চর্মশিল্প, পাট শিল্প,কাঁচ শিল্প, বিড়ি শিল্প, গয়না শিল্প এবং সরকারের MNREGA প্রকল্পের সঙ্গে যুক্ত দিন আনা দিন খাওয়া বহু মানুষ এখন বেকার। বড় বড় শিল্পসংস্থাতেও কর্মী সঙ্কোচন চলছে। ফলে কাজ হারানোর আশঙ্কায় বহু মানুষ। আমি এইসমস্ত মানুষের দুঃখ-কষ্ট বুঝতে পারি। তাঁরা কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তা অনুভব করতে পারি। এটা সত্যিই ভীষণই উদ্বেগের বিষয় যা আপনাদের জানাতে চাই।

আরও পড়ুন অনলাইন পেমেন্টের জন্য সেরা ৫টি মোবাইল ওয়ালেট

.