সর্বস্তরের পরিবহণ শ্রমিকদের নিয়ে বুধবার মিছিলের ডাক আটটি সংগঠনের

সরকারি, বেসরকারি সব পরিবহণ শ্রমিকদের আন্দোলনে নামার ডাক দিল আটটি সংগঠন। আগামী ১০ই সেপ্টেম্বর কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত হবে ওই মিছিল।

Updated By: Sep 8, 2014, 04:17 PM IST
সর্বস্তরের পরিবহণ শ্রমিকদের নিয়ে বুধবার মিছিলের ডাক আটটি সংগঠনের

কলকাতা: সরকারি, বেসরকারি সব পরিবহণ শ্রমিকদের আন্দোলনে নামার ডাক দিল আটটি সংগঠন। আগামী ১০ই সেপ্টেম্বর কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত হবে ওই মিছিল।

সিটু, এআইটিইউসি, আইএনটিইউসি, বিএমএস-সহ একাধিক সংগঠন ওই মিছিলের ডাক দিয়েছে। সংগঠনগুলির তরফে সিটু সভাপতি শ্যামল চক্রবর্তী অভিযোগ করেন, সরকারি পরিবহণ নিগমগুলির অবস্থা শোচনীয়। কর্মীদের বেতন,পেনশন অনিয়মিত হয়ে পড়েছে। ট্যাক্সিচালকদের ওপর পুলিসি জুলুম চলছেই। অটোর রাশ তুলে দেওয়া হচ্ছে শাসকদলের নেতাদের হাতে। অথচ সরকার নির্বিকার। পরিবহণশিল্পে এভাবে নৈরাজ্য চালানোর চেষ্টা চলছে বলে তাদের অভিযোগ।

এর আগে পর পর ট্যাক্সি ধর্মঘটে অচল হয়েছিল শহর। এর মধ্যেই পুজোর আগে আগামী ১০ তারিখের মিছিলকে কেন্দ্র করে ফের আরও একবার ভোগান্তির আশঙ্কা করছেন শহরবাসী।  

 

.