স্কুলের ছাদ থেকে 'ঝাঁপ'! উদ্ধার ছাত্রীর রক্তাক্ত দেহ

নতুন বছরে বাবার কাছে মোবাইল চেয়েছিল। সেই নিয়ে বাড়িতে ঝামেলা বাঁধে।

Updated By: Jan 2, 2019, 05:56 PM IST
স্কুলের ছাদ থেকে 'ঝাঁপ'! উদ্ধার ছাত্রীর রক্তাক্ত দেহ

নিজস্ব প্রতিবেদন : স্কুলের ছাদ থেকে পড়ে রক্তাক্ত ছাত্রী। নিছক দুর্ঘটনা নাকি ওই ছাত্রী স্কুলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে? তা খতিয়ে দেখছে পুলিস। খাস কলকাতার একটি স্কুলে এদিন দুপুরে ঘটনাটি ঘটে।

আরও পড়ুন, বর্ষবরণের রাতে বালিগঞ্জে গাড়ি থেকে টেনে বের করে তরুণীর শ্লীলতাহানি

উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটে অবস্থিত আর্যকন্যা স্কুল। সেই স্কুলেই নবম শ্রেণিতে পাঠরত ওই ছাত্রী। স্কুল সূত্রে জানা গিয়েছে, বছর ষোলোর ওই ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর জখম ওই ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে ওই ছাত্রী।

আরও পড়ুন, নতুন বছরের শুরুতেই তাড়া করল 'মেট্রো আতঙ্ক', দুর্ভোগের শিকার যাত্রীরা

এই ঘটনায় তদন্ত শুরু করেছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী অত্যন্ত মেধাবী ছাত্রী বলেই স্কুলে পরিচিত। পড়াশোনায় খুবই ভালো। বরাবর স্কুলে ভালো রেজাল্ট করে এসেছে।

আরও পড়ুন, সাংবিধানিক অধিকারের বাইরে গিয়ে কথা বলছেন রাজ্যপাল : পার্থ

তবে ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে সামনে এসেছে আরও একটি তথ্য। নতুন বছরে বাবার কাছে মোবাইল চেয়েছিল সে। বাবা আপত্তি করে। সেই নিয়ে বাড়িতে ঝামেলা বাঁধে। আজকের ঘটনার সঙ্গে মোবাইল নিয়ে বাড়িতে বচসার কোনও যোগসূত্র আছে কি না, এখন সেটাই খতিয়ে দেখছে পুলিস।

.