বিধানসভায় অনিশ্চিত জিটিএ বিল

তেইশ তারিখ বিধানসভার শীতকালীন অধিবেশন শেষের আগেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পেশ করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। বিল পেশের সম্ভাব্য তালিকায় ছিল জিটিএ এবং জমি অধিগ্রহণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিলও। কিন্তু বিল নিয়ে তীব্র আইনি জটিলতা তৈরি হওয়ায় চলতি অধিবেশনে আদৌ এই বিলগুলি পেশ হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে গভীর সংশয়।

Updated By: Dec 17, 2011, 03:58 PM IST

তেইশ তারিখ বিধানসভার শীতকালীন অধিবেশন শেষের আগেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পেশ করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। বিল পেশের সম্ভাব্য তালিকায় ছিল জিটিএ এবং জমি অধিগ্রহণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিলও। কিন্তু বিল নিয়ে তীব্র আইনি জটিলতা তৈরি হওয়ায় চলতি অধিবেশনে আদৌ এই বিলগুলি পেশ হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে গভীর সংশয়।
বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হয়েছে গত সোমবার থেকে। অধিবেশন শেষ হওয়ার কথা তেইশে ডিসেম্বর। শনি-রবিবার ছুটি থাকায় হাতে আর মাত্র চারটে দিন। সরকারের দেওয়া তালিকা অনুযায়ী এবারের অধিবেশনে জমি অধিগ্রহণ সংক্রান্ত এবং জিটিএর মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ  বিল পেশ করার কথা। ঠিক ছিল আগামী সোমবার বিতর্কিত জমি অধিগ্রহণ সংক্রান্ত বিলটি বিধানসভায় পেশ করবেন মুখ্যমন্ত্রী নিজেই। কিন্তু শুক্রবার পর্যন্ত বিলের কপি বিধায়কদের মধ্যে বিলি না হওয়ায়, আদৌ এই বিলটি এবারের অধিবেশনে আসছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। সরকারি সূত্র খবর জমি অধিগ্রহণ সংক্রান্ত কেন্দ্রীয় বিলের খসড়ার সঙ্গে রাজ্যের এই বিলের বেশ কয়েকটি ক্ষেত্রে পার্থক্য রয়েছে। এই কারণেই শেষমূহুর্তে কিছুটা থমকে যেতে হয়েছে রাজ্য সরকারকে।  এমনকী অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্রের নোটেও এই পরিস্থিতিতে বিল পেশ না করার পরামর্শই দেওয়া হয়েছে। একই আইনি জটিলতা তৈরি হয়েছে জিটিএ বিল নিয়েও। সরকারীসূত্রে খবর, এক্ষেত্রেও  বিলটি পেশ করা হলে সংবিধান লঙ্ঘনের দায়ে পড়তে হতে পারে সরকারকে। ফলে মুখ্যমন্ত্রীর ইচ্ছা থাকলেও আদৌ এই অধিবেশনে বিলদুটি পেশ করা যাবে কিনা তা এখনও অনিশ্চিত।

.