রাজ্যের ভাঁড়ে মা ভবানী, তবুও ৬ হাজার ক্লাবকে অনুদান

আর্থিক অনটন থাকলেও খয়রাতির রাস্তা থেকে সরছে না রাজ্য সরকার। ক্লাবগুলিকে আরও একপ্রস্থ অনুদান দেওয়া হবে ২৮ সেপ্টেম্বর। অনুদান দেওয়া হবে ৬ হাজার ক্লাবকে। প্রতিটি নতুন ক্লাব পাবে ২ লক্ষ টাকা। পুরনো ক্লাবকে দেওয়া হবে ১ লক্ষ টাকা করে। সরকারের মোট খরচ হবে ৬০ কোটি টাকা। ২৮ সেপ্টেম্বর খেলরত্ন, বাংলার গৌরব ও ক্রীড়াগুরু খেতাবও দেওয়া হবে। আজ মহাকরণে জানিয়েছেন মদন মিত্র। 

Updated By: Sep 26, 2013, 07:54 PM IST

আর্থিক অনটন থাকলেও খয়রাতির রাস্তা থেকে সরছে না রাজ্য সরকার। ক্লাবগুলিকে আরও একপ্রস্থ অনুদান দেওয়া হবে ২৮ সেপ্টেম্বর। অনুদান দেওয়া হবে ৬ হাজার ক্লাবকে। প্রতিটি নতুন ক্লাব পাবে ২ লক্ষ টাকা। পুরনো ক্লাবকে দেওয়া হবে ১ লক্ষ টাকা করে। সরকারের মোট খরচ হবে ৬০ কোটি টাকা। ২৮ সেপ্টেম্বর খেলরত্ন, বাংলার গৌরব ও ক্রীড়াগুরু খেতাবও দেওয়া হবে। আজ মহাকরণে জানিয়েছেন মদন মিত্র। 

.