West Bengal Loksabha Election 2024: 'সিপিএমের চাপ ছিল', ঘাটালে প্রার্থীপদ প্রত্যাহারে ক্ষোভ কংগ্রেস নেত্রীর..
ঘটনাটি ঠিক কী? ২৫ মে ষষ্ঠ দফায় ভোট পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে এবারও তৃণমূল প্রার্থী দেব। বিপক্ষে বিজেপির হিরণ। ঘাটালে কংগ্রেস প্রার্থী হিসেবে পাপিয়া চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়েছিল সোশ্য়াল মিডিয়ায়। কিন্তু শেষপর্যন্ত নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান তিনি।
মৌমিতা চক্রবর্তী: বাংলায় ৩ দফা ভোট শেষে আসন সমঝোতা অসন্তোষ অব্যাহত। কেন প্রার্থী পদ প্রত্যাহার? 'সিপিআই প্রার্থীর জন্য সিপিএমের অনেক চাপ ছিল', জি ২৪ ঘণ্টার কাছে ক্ষোভ উগরে দিলেন কংগ্রেস নেত্রী পাপিয়া চক্রবর্তী।
ঘটনাটি ঠিক কী? ২৫ মে ষষ্ঠ দফায় ভোট পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে এবারও তৃণমূল প্রার্থী দেব। বিপক্ষে বিজেপির হিরণ। ঘাটালে কংগ্রেস প্রার্থী হিসেবে পাপিয়া চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়েছিল সোশ্য়াল মিডিয়ায়। কিন্তু শেষপর্যন্ত নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান তিনি।
কেন? জি ২৪ ঘণ্টাকে পাপিয়া বলেন, 'বাইশ ঘন্টা আগেও এ আইসিসি র লিস্ট এ আমি প্রাথী।। অধীরদার মৌখিক নির্দেশে আমি নিজেকে সরালাম। কিন্তু সিপিআই প্রার্থীর জন্য সিপিএমেরও অনেক চাপ ছিল। কোচবিহার কিংবা পুরুলিয়া তে ওদের সঙ্গে বন্ধুক্তপূর্ণ লড়াই হচ্ছে। আসলে বাংলায় পরিস্থিতি ভিন্ন। সিপিআই-সিপিএম রাহুলজির বিরুদ্ধে কেরালায় আর বাংলায় দিদি আমাদের সঙ্গে নেই কিন্তু সিপিএম আছে'।
এদিকে পুরুলিয়ায় প্রার্থী দিয়ে কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছে ফরওয়ার্ড ব্লক। কোচবিহারে আবার প্রার্থী দিয়েছে দুই শিবিরই। মধ্যস্থতায় সিপিএমের অবস্থা ছিল খানিকটা শ্যাম রাখি না কূল রাখির মত। এবার ঘাটালে জট কাটলেও নিভছে না ক্ষোভ।
আরও পড়ুুন: Yusuf Pathan Election Campaign: বহরমপুরে বিরাট চমক, টিমএসি বলছে 'ঝুমে জো পাঠান'! আসছেন কে?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)