লোকসভা ভোটে একলা চলার নীতি জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, এআইসিসি এরপরেও কি তৃণমূলের সঙ্গে জোট গড়তে চাইবে? চলছে জল্পনা

মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন লোকসভা ভোটে কোনও ভাবেই কংগ্রেসের সঙ্গে হাত মেলাবেন না। তার পরে আবারও তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট গড়তে উদ্যোগী হচ্ছে এআইসিসি? দিল্লিতে গদি বাঁচাতে আবার কি মুখ্যমন্ত্রীর শর্ত মেনেই জোট করবে কংগ্রেস? ভোটের মুখে আবার শুরু হচ্ছে সেই জল্পনা।

Updated By: Dec 21, 2013, 09:40 PM IST

মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন লোকসভা ভোটে কোনও ভাবেই কংগ্রেসের সঙ্গে হাত মেলাবেন না। তার পরে আবারও তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট গড়তে উদ্যোগী হচ্ছে এআইসিসি? দিল্লিতে গদি বাঁচাতে আবার কি মুখ্যমন্ত্রীর শর্ত মেনেই জোট করবে কংগ্রেস? ভোটের মুখে আবার শুরু হচ্ছে সেই জল্পনা।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন কংগ্রেসের সঙ্গে হাত মেলাবেন না তিনি। তবুও প্রতিটি সভায় কেন প্রদেশ কংগ্রেস সভাপতিকে বলতে হচ্ছে একক শক্তিতে লড়বে তাঁর দল।

শনিবার মহিলা কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল। মিছিলে হাঁটলেন প্রদেশ ও এআইসিসি নেতারাও। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান তুললেন প্রদেশ সভাপতি।

এরপর ধর্মতলায় সমাবেশ। নানা ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন প্রদেশ নেতারা। কিন্তু বারবারই আলোচনা উঠে এল জোট প্রসঙ্গ। প্রশ্নটা তুললেন প্রদেশ নেতা মানস ভুইঞা।

মঞ্চে দাঁড়িয়ে জবাব দিলেন সাকিল আহমেদ খান।

এক ধাপ এগিয়ে প্রদীপ বাবুর অভিযোগ, দল ভাঙাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

.