কলকাতা-পারাদ্বীপ বন্দরের নিরাপত্তায় নেওয়া হল একাধিক পদক্ষেপ, খুলল কন্ট্রোল রুম

 সাগর, হলদিয়া, ফরসেরগঞ্জের বন্দর আধিকারিকদের ২৪ ঘণ্টা সতর্ক থাকতে নির্দেশ

Updated By: May 24, 2021, 12:48 PM IST
কলকাতা-পারাদ্বীপ বন্দরের নিরাপত্তায় নেওয়া হল একাধিক পদক্ষেপ, খুলল কন্ট্রোল রুম

নিজস্ব প্রতিবেদন: ঘূর্ণিঝড় ইয়াস-এর যে গতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তাতে ত্রস্ত কলকাতা ও পারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠকে বসলেন চেয়ারম্যান বিনীত কুমার। খোলা হল কন্ট্রোল রুম ও নেওয়া হল একাধিক সতর্কতা মূলক ব্যবস্থা।

আরও পড়ুন-ধেয়ে আসছে সাইক্লোন ইয়াস, একগুচ্ছ ট্রেন বাতিল পূর্ব রেলের

বন্দরের আগাম সতর্কতা হিসেব একগুচ্ছ সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে কর্তৃপক্ষ

** ঘূর্ণিঝড়় আসার আগেই বন্দরের সব যান বন্দরের ভেতরে নিয়ে আসার নির্দেশ।

** খোলা হল কন্ট্রোল রুম। এখানে থাকছে ওয়্যারলেস সেট।

** নদীতে থাকবে না কোনও জাহাজ।

** বন্দরের ভেতরে থাকা জাহাজগুলিকে শক্ত করে বেঁধে রাখার নির্দেশ।

** সাগর, হলদিয়া, ফরসেরগঞ্জের বন্দর আধিকারিকদের ২৪ ঘণ্টা সতর্ক থাকতে নির্দেশ।

** সব সার্ভে লঞ্চগুলিকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার নির্দেশ।

**  গুরুত্বপূর্ণ জায়গায় জেনরেটর তৈরি রাখাতে বলা হয়েছে।

আরও পড়ুন-বিশ্ব জুড়ে গোপন করা হয়েছে করোনা-মৃত্যুর প্রকৃত সংখ্যা, অভিযোগ WHO-র

**  অধিকাংশ আধিকারিকদের ওয়াকিটকি দেওয়া কথা বলা হয়েছে।

** গুরুত্বপূর্ণ জায়গায় পে লোডার তৈরি রাখতে বলা হয়েছে।

** জরুরি প্রয়োজনের ব্যবহারের জন্য লঞ্চ তৈরি রাখতে হবে।

** খিদিরপুর লকগেটের উপরে নজর রাখতে হবে।

.