'কফিহাউসের আড্ডা' বাঁচাতে মরিয়া চেষ্টা, সুরক্ষাবিধির তালিকা নিয়ে প্রশাসনের দ্বারস্থ কর্মীরা

এ ক্ষেত্রে সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই কফি হাউস কোলা হবে বলেই জানিয়েছেন কর্মীরা। নতুন নিয়ম কীকী...

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Edited By: Priyanka Dutta | Updated By: Jun 28, 2020, 06:11 PM IST
'কফিহাউসের আড্ডা' বাঁচাতে মরিয়া চেষ্টা, সুরক্ষাবিধির তালিকা নিয়ে প্রশাসনের দ্বারস্থ কর্মীরা
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: কফি হাউসের আড্ডাটা আর থাকবে না একথা যেন মেনে নেওয়াই যায় না। অথচ লকডাউন আর করোনায় গেরোয় কার্যত ধুঁকছে কফিহাউস। তা টিকিয়ে রাখতে কার্যত মরিয়া হয়েছেন কর্মীরা। বর্তমান পরিস্থিতিতে কার্যত চ্যালেঞ্জের মুখেই দাঁড়িয়েছে সমস্ত ব্যবসা। তবে আনলক পর্বে বহু হোটেল রেস্তরাঁ খুললেও, বেশ কিছু কারণে এখনও খোলার অনুমতি পায়নি কফিহাউস। এদিকে প্রায় তিনমাস বেতনহীন কর্মচারীরা। তাই সব দিক চিন্তা করেই কফিহাউস খোলার আবেদন নিয়ে এবার প্রশাসনের দ্বারস্থ হতে চলেছে কর্মীরা। সূত্রের খবর, আগামিকালই থানায় যাবেন তাঁরা।

আরও পড়ুন: তৃণমূলই পারে অনিয়ম, স্বজনপোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে; ত্রাণ দুর্নীতি নিয়ে মন্তব্য কল্যান বন্দ্যোপাধ্যায়ের

এ ক্ষেত্রে সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই কফি হাউস কোলা হবে বলেই জানিয়েছেন কর্মীরা। নতুন নিয়ম কীকী...

৪ জনের টেবিলে দুজনের বসার ব্যবস্থা
টেবিল সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হবে
একটা টেবিল থেকে অন্য টেবিল এর দূরত্ব হবে ৬ ফুট
কাঁচের নয়, কাগজের কাপ প্লেটেই দেওয়া হবে কফি, খাবার
স্বাস্থ্যবিধি মেনে মাস্ক, স্যানিটাইজার ও গ্লাভস ব্যবহার করা হবে
ক্রেতাদের মাস্ক বাধ্যতামূলক
ক্রেতাদের অনুরোধ করা হবে যাতে দীর্ঘক্ষণ তাঁরা বসে না থাকেন

আরও পড়ুন: গ্রামে বিপতারিণী পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ শিশু-সহ ১০০ জন

এইসব নিয়মাবলীর তালিকা করেই আগামিকাল থানায় যাবেন কফিহাউজের কর্মীরা। থানার অনুমতি মিললে তবেই খুলবে কফিহাউস। সে ক্ষেত্রে ১জুলাই সব কর্মীদের নিয়ে বৈঠক করা হবে। তবে তাঁরা জানাচ্ছেন এতসব নিয়মবিধি মানতে খরচ বিস্তর। তাই খাবারের দাম কিছুটা বৃদ্ধি পেত পারে বলেই মনে করা হচ্ছে।

.