'ডাকা হয়নি বৈশাখীকে, তবে শোভনদা কেন আসেননি জিজ্ঞাসা করব', স্পষ্ট কথা দিলীপ ঘোষের

আজকের বৈঠকটি ছিল সাংসদ, বিধায়ক ও জেলা সভাপতিদের নিয়ে সাংগঠনিক বৈঠক। শোভনবাবু কেন বৈঠকে এলেন না? তা নিয়ে প্রশ্ন ওঠে।

Updated By: Aug 27, 2019, 07:19 PM IST
'ডাকা হয়নি বৈশাখীকে, তবে শোভনদা কেন আসেননি জিজ্ঞাসা করব', স্পষ্ট কথা দিলীপ ঘোষের

নিজস্ব প্রতিবেদন : রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনে অনুপস্থিতির কারণ শোভন চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাইবে দল। বিধানসভা ভবনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসে জানালেন বিজেপি রাজ্য সভাপতি। একইসঙ্গে তিনি আরও জাানান, আজকের বৈঠকে বৈশাখিকে ডাকা হয়নি।  

আজ বিজেপির রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন ছিল । দলের প্রত্যেক সাংসদ, বিধায়ককে সেই বৈঠকে ডাকা হয়। বৈঠকে উপস্থিত থাকেন জেলার সভাপতিরাও। মূলত বুথ স্তর থেকেই কীভাবে দলের সাংগঠনিক নির্বাচনের প্রস্তুতি নেওয়া যায়, তাই নিয়ে এদিনের বৈঠকে মূলত আলোচনা হয়। কিন্তু আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন না সদ্য বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায়। কিন্তু বিধায়ক হিসেবে আজ বৈঠকে তাঁর উপস্থিত থাকার কথা। ফলে স্বাভাবিকভাবেই শোভনবাবু কেন বৈঠকে এলেন না? তা নিয়ে যথারীতি প্রশ্ন ওঠে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানান, "যাঁরা যাঁরা আজকের বৈঠকে আসেননি, তাঁদের প্রত্যেকের কাছেই জানতে চাওয়া হবে কেন তাঁরা আসেননি? শোভনদাকেও জিজ্ঞাসা করা হবে।"

প্রসঙ্গত, আজকের বৈঠকে দেখা যায়নি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও। সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে বিজেপি রাজ্য সভাপতি বলেন, "আজকের বৈঠকে বৈশাখিকে ডাকা হয়নি।" উল্লেখ্য, আজকের বৈঠকটি ছিল মূলত সাংসদ, বিধায়ক ও জেলা সভাপতিদের নিয়ে সাংগঠনিক বৈঠক। এখন বৈশাখী বন্দ্যোপাধ্যায় সাংসদ বা বিধায়ক নন! তবে এর আগে, বিধায়কদের নিয়ে দিলীপ ঘোষের ডাকা বৈঠকে ঢোকার চেষ্টা করেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি তো বিধায়ক নন! তখন তাঁকে বাইরে অপেক্ষা করার পরামর্শ দেন দিলীপ ঘোষ। যা শুনে সটান গাড়িতে গিয়ে বসে ছিলেন বৈশাখী।

আরও পড়ুন, পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে হঠাৎ হাজির দিলীপ ঘোষ, হাসিমুখে ছবির পোজ!

দিল্লিতে গিয়ে বিজেপিতে নাম লিখিয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ফেরার পর সংবর্ধনার আয়োজন করে রাজ্য নেতৃত্ব। সেদিনই এই ঘটনাটি ঘটে। সংবর্ধনার পর দলের বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন দিলীপ ঘোষ। সেই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল শোভন চট্টোপাধ্যায়েরও। কিন্তু সেবার নির্দিষ্ট সময়ের প্রায় দেড় ঘণ্টা পর বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপি দফতরে ঢোকেন শোভন চট্টোপাধ্যায়। তারপর বৈঠকে শোভনবাবুকে ডেকে নেন দিলীপ ঘোষ। সেই বৈঠকে ঢুকতে গিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও।

.