পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে হঠাৎ হাজির দিলীপ ঘোষ, হাসিমুখে ছবির পোজ!
বিজেপি রাজ্য সভাপতি বলেন, 'অনেকদিন পর দেখা হল। তাই কুশল বিনিময় করলাম।'
নিজস্ব প্রতিবেদন : রাজনীতির ময়দানে দুই যুযুধান দল। সেই দুই দলের ২ নেতা। একদিকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হঠাৎ একজন হাজির হলেন অন্যজনের 'ঘরে'। প্রতিপক্ষের ঘরে হঠাৎ কী কারণে আগমন? বিধানসভার অন্দরে সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল জোর জল্পনা!
ঠিক কী ঘটেছে? একটু খোলসা করা যাক। আজ দুপুরে হঠাৎই বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে হাজির হন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দুজনকেই হাসিমুখে দুজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। কিন্তু, হঠাৎ কী কারণে পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে আসতে হল দিলীপ ঘোষকে? জানা গেল, বিধানসভায় বিধায়করা যাতে একসঙ্গে বসতে পারে সেই আর্জি নিয়ে অধ্যক্ষের কাছে এসেছেন বিজেপি রাজ্য সভাপতি।
আরও পড়ুন, পাহাড়প্রমাণ জরিমানায় আপত্তি সরকারের, রাজ্যে এখনই লাগু নয় নয়া মোটর ভেহিক্যালস আইন
তবে অধ্যক্ষ ঘরে নেই। অপেক্ষা করতে হবে। তাই সেই ফাঁকে পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে আসেন তিনি। পার্থবাবুকেও একই বিষয়ে বলেন দিলীপ ঘোষ। তারপর ক্যামেরার সামনে হাসিমুখে দুজনে পোজও দেন। পরে সংবাদমাধ্যমের প্রশ্নে বিজেপি রাজ্য সভাপতি বলেন, 'অনেকদিন পর দেখা হল। তাই কুশল বিনিময় করলাম।'