লাঠি চালিয়েছিল পুলিস, চাঞ্চল্যকর বয়ান বাস চালকের

সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ঘটনার অন্যতম সাক্ষী বাসচালক রাজা দাসের চাঞ্চল্যকর বিবৃতি। ২৪ ঘণ্টায় এক্সক্লুসিভ সাক্ষাত্‍কার দিলেন তিনি। তাঁর বিরুদ্ধে পুলিসের তোলা যাবতীয় অভিযোগ কার্যত নস্যাত করে দিয়েছেন রাজা দাস। তাঁর পাল্টা অভিযোগ, পুলিস তাঁকে ফাঁসিয়ে দিয়েছে। মঙ্গলবার তিনি মোটেই জোরে বাস চালাচ্ছিলেন না। একই সঙ্গে তাঁর অভিযোগ, সেদিন ঘটনাস্থলে লাঠিচার্জ করে পুলিস।

Updated By: Apr 5, 2013, 01:32 PM IST

সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ঘটনার অন্যতম সাক্ষী বাসচালক রাজা দাসের চাঞ্চল্যকর বিবৃতি। ২৪ ঘণ্টায় এক্সক্লুসিভ সাক্ষাত্‍কার দিলেন তিনি। তাঁর বিরুদ্ধে পুলিসের তোলা যাবতীয় অভিযোগ কার্যত নস্যাত করে দিয়েছেন রাজা দাস। তাঁর পাল্টা অভিযোগ, পুলিস তাঁকে ফাঁসিয়ে দিয়েছে। মঙ্গলবার তিনি মোটেই জোরে বাস চালাচ্ছিলেন না। একই সঙ্গে তাঁর অভিযোগ, সেদিন ঘটনাস্থলে লাঠিচার্জ করে পুলিস।
কাজীপাড়ায় তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিল ২৪ ঘণ্টা। রাজা দাস বলেন, `পুলিস তাঁকে ফাসাচ্ছে।` ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন বাস থেকে নেমে তিনি দেখেন লাঠিচার্জ করছে পুলিস। বাস চালক রাজা দাসের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ এ (গাফিলতির কারণে অনিচ্ছাকৃত খুন) এবং ২৭৯ (বেপড়োয়া গাড়ি চালানো) এই দুই ধারায় মামলা রুজু করা হয়। এদিনের সাক্ষাৎকারে রাজু দাস জানান বাসে ৬০ থেকে ৭০ জন থাকায় তিনি প্রতি ঘণ্টায় ৪০ কিলোমিটারের বেশি জোরে গাড়ি চালাননি। ফলে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ ভিত্তিহীন। সারা রাত থানায় বসিয়ে রাখার পর পুলিস তাঁকে ফাঁসাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
রাজা দাসের বক্তব্যে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পুলিস। ২০টি বাস থাকা সত্ত্বেও মাত্র চারটি বাসেই এত জন ছাত্রকে তোলা হল কেন, উঠেছে সেই প্রশ্নও।

.