রোগী মৃত্যু ঘিরে ধুন্ধুমার এনআরএস হাসপাতালে
মৃতের পরিবারের ৪০ জন সদস্য জুনিয়র ডাক্তারদের ওপর চড়াও হন বলে অভিযোগ।
নিজস্ব প্রতিবেদন: রোগী মৃত্যু ঘিরে এনআরএস-এ ধুন্ধুমারকাণ্ড। জুনিয়র ডাক্তারদের সঙ্গে রোগীর পরিবারের হাতাহাতি। মহিলা চিকিত্সককে মারধরের অভিযোগ। রাস্তায় রোগী ফেলে বিক্ষোভ পরিজনদের।
রবিবার সকালে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তপসিয়ার বাসিন্দা পারভেজ হুসেন। রোগীর পরিবারের অভিযোগ, সিটি স্ক্যান করার জন্য রোগীকে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়। ইনজেকশন দেওয়ার পর মৃত্যু হয় পারভেজের। শুরু হয় অশান্তি।
আরও পড়ুন: শ্বশুর-শাশুড়ির অশান্তি মেটাতে গিয়েছিলেন জামাই, পরিণতি হল মারাত্মক
মৃতের পরিবারের ৪০ জন সদস্য জুনিয়র ডাক্তারদের ওপর চড়াও হন বলে অভিযোগ। দু’পক্ষের হাতাহাতিতে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। এমনকি মহিলা ডাক্তারকে মারধর করা হয় বলেও অভিযোগ। অশান্তির কারণে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় হাসপাতালের এমার্জেন্সি গেট।
আরও পড়ুন: কর্নাটকে স্বামীকে সাপে কামড়েছিল, ক্যানিংয়ে ঘরে বসে এই কাজ করেই স্বামীকে বাঁচালেন স্ত্রী
রোগী নিয়ে ঢুকতে বাধা পায় অন্য পরিবার। প্রতিবাদে স্ট্রেচারে শায়িত রোগীকে নিয়ে রাস্তা অবরোধ করা হয়। মাথায় আঘাত ও কান থেকে রক্তক্ষরণের জন্য ওই রোগীকে এনআরএস-এর এমার্জেন্সিতে আনা হয়েছিল।
ঘটনার প্রতিবাদে জরুরি বিভাগের পরিষেবা বন্ধ করে দিয়েছেন চিকিত্সকরা। পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় অন্যান্য রোগী ও তার পরিবার।