ছাত্র সংসদ নির্বাচনের ধাক্কায় পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ছাত্র সংসদ নির্বাচনের ধাক্কায় পরীক্ষা পিছিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। সাতই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। কেননা ওইদিনই ছটি ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা পড়বে। পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় সমালোচনার মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশ্ন উঠছে, শিক্ষা প্রতিষ্ঠানে কার গুরুত্ব বেশি-- পরীক্ষা না ছাত্র সংসদ নির্বাচন।

Updated By: Jan 2, 2014, 09:51 PM IST

ছাত্র সংসদ নির্বাচনের ধাক্কায় পরীক্ষা পিছিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। সাতই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। কেননা ওইদিনই ছটি ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা পড়বে। পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় সমালোচনার মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশ্ন উঠছে, শিক্ষা প্রতিষ্ঠানে কার গুরুত্ব বেশি-- পরীক্ষা না ছাত্র সংসদ নির্বাচন।

১৮ই জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছটি ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন। মনোনয়নপত্র জমা নেওয়া হবে সাতই জানুয়ারি। অশান্তি এড়াতে সমস্ত ক্যাম্পাসের মনোনয়ন পত্র কলেজ স্ট্রিট ক্যাম্পাসে জমা নেওয়া হবে। ওইদিন সমস্ত বিভাগের প্রধানদের উপস্থিতিও বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু সাতই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আবার প্রায় দশটি বিষয়ের পরীক্ষা। পরীক্ষার থেকেও অবশ্য বিশ্ববিদ্যালয়ের কাছে বেশি গুরুত্ব পেল ছাত্র সংসদ নির্বাচন। কেননা, সাতই জানুয়ারির সমস্ত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়।

হঠাত্ পরীক্ষা বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন বিভাগের প্রধানরা। পরিস্থিতি সামাল দিতে তাঁদের অনেককেই এবার শনি-রবিবারেও পরীক্ষা নেওয়ার কথা ভাবতে হচ্ছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের দিনও পুরোদমে ক্লাস চালু রাখছে। প্রশ্ন উঠছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিলেও কলকাতা বিশ্ববিদ্যালয় কেন পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল। বিশ্ববিদ্যালয়ের কাছে পরীক্ষার থেকেও কি ছাত্র সংসদ নির্বাচন বড় হয়ে দাঁড়াল।

.