Durga Puja 2022: পুজোয় এবার 'আমার 'e' উৎসব'! ছ'টি ক্যাটেগরিতে শারদ সম্মান

ইতিমধ্যেই বাছাই পর্ব প্রায় শেষের দিকে বলা চলে। মহাসপ্তমীর দিন জানা যাবে জিতল কোন কোন পুজো। 'আমার 'e' উৎসব'-এর যাবতীয় আপডেটের জন্য চোখ রাখুন জি ২৪ ঘণ্টার ফেসবুক পেজে।

Updated By: Sep 30, 2022, 09:16 PM IST
Durga Puja 2022: পুজোয় এবার 'আমার 'e' উৎসব'! ছ'টি ক্যাটেগরিতে শারদ সম্মান
পুজোয় এবার 'আমার 'e' উৎসব'! ছ'টি ক্যাটেগরিতে শারদ সম্মান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাঙালির শ্রেষ্ঠ উৎসবে শামিল Zee ২৪ ঘণ্টা ডিজিটাল। দুর্গা পুজোয় এবার 'আমার 'e' উৎসব'। ছ'টি ক্যাটেগরিতে শ্রেষ্ঠত্বের বিচারে শহরের নির্বাচিত পুজোকে বেছে নেওয়া হবে। তাদের হাতে তুলে দেওয়া হবে শারদ সম্মান। সেরা স্বাস্থ্যসচেতন পুজো, সেরা সেলফি জোন, সেরা দর্শকবান্ধব পুজো , সেরা Wi-Fi জোন, সেরা পোষ্যবান্ধব পুজো ও ব্যতিক্রমী-দেরই অন্বেষণ চলছে। ভিড়ের মধ্যেও ভিন্নদের খুঁজে নিচ্ছে Zee ২৪ ঘণ্টা ডিজিটাল। তাদেরকেই করা হবে সম্মানিত। ইতিমধ্যেই বাছাই পর্ব প্রায় শেষের দিকে বলা চলে। মহাসপ্তমীর দিন জানা যাবে জিতল কোন কোন পুজো। 'আমার 'e' উৎসব'-এর যাবতীয় আপডেটের জন্য চোখ রাখুন জি ২৪ ঘণ্টার ফেসবুক পেজে ও বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব-

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.