একাদশীতেও বিসর্জন, চলছে জোরকদমে সাফাইয়ের কাজ

গতকালের পর আজ একাদশীর দুপুর থেকে শুরু হয়েছে বিসর্জন পর্ব।  ঘট বিসর্জন, প্রতিমা বিসর্জন চলছে গঙ্গার গাটে। বিসর্জন ঘিরে সকাল থেকেই ভিড় বাবুঘাটে।  সবার মুখে একটাই আকুতি, আসছে বছর আবার এসো মা।

Updated By: Oct 6, 2011, 09:19 PM IST

গতকালের পর আজ একাদশীর দুপুর থেকে শুরু হয়েছে বিসর্জন পর্ব।  ঘট বিসর্জন, প্রতিমা বিসর্জন চলছে গঙ্গার গাটে। বিসর্জন ঘিরে সকাল থেকেই ভিড় বাবুঘাটে।  সবার মুখে একটাই আকুতি, আসছে বছর
আবার এসো মা। গঙ্গাদূষণ ঠেকাতে সক্রিয় রয়েছে প্রশাসন। কাঠামো তুলতে কাজ করছে পুরসভার বিশেষ বাহিনী। মোতায়েন রাখা হয়েছে ক্রেন। একাদশীর ভোর থেকেই গঙ্গার ঘাট পরিষ্কারের কাজ শুরু হয় কলকাতা পুরসভার উদ্যোগে। আজ ভোর পাঁচটা থেকে শুরু হয় সাফাইয়ের কাজ। তবে প্রতিমা নিরঞ্জন শুরু হওয়ায় বেলা একটা থেকে সাফাইয়ের কাজ স্থগিত রাখে পুরসভা। ফের আগামিকাল ভোর তিনটে থেকে কাঠামো এবং জঞ্জাল সরানোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

.