১৪ দিনের শিশুর নাকে ফুটো করতে গিয়ে বিপত্তি, ২৮ দিনে এন্ডোস্কপি করে বেরোলো কানের দুল

জানা গিয়েছে, মুর্শিদাবাদের বাসিন্দা।  বাচ্চাটির বর্তমান বয়স মাত্র ২৮ দিন।  

Updated By: Jul 9, 2021, 09:37 PM IST
১৪ দিনের শিশুর নাকে ফুটো করতে গিয়ে বিপত্তি, ২৮ দিনে এন্ডোস্কপি করে বেরোলো কানের দুল

নিজস্ব প্রতিবেদন: জন্মানোর পরই নাকে ফুটো করতে হয়। এটাই নিয়ম। সেই নিয়ম মেনেই বাড়ির পুত্র সন্তানের জন্মানোর দু-সপ্তাহ পর তার নাক ফুটো করার চেষ্টা করা হয়। আর তাতেই ঘটে বিপত্তি।

শিশুটির নাম রোহান শেখ। মা খাদিজা খাতুন। নাক ফুটো করতে একটি কানের দুল ব্যবহার করা হয়। যা কোনও ভাবে ঢুকে যায় শিশুটির মুখে। সোজা গিয়ে গেছে যায় গলায়। এরপর যিনি ফুটো করার চেষ্টা করছিলেন, তিনি গলায় আঙুল ঢুকিয়ে বের করার চেষ্টা করেন। কিন্তু হিতে বিপরীত হয়ে যায় আরও গভীরে চলে যায় ওই দুল।

আরও পড়ুন: মর্মান্তিক! কলকাতায় সরকারি হাসপাতালের ওয়ার্মারে ঝলসে গেল সদ্যোজাত!

খাদিজার শাশুড়ি জানিয়েছেন এই অবস্থাতেই বাড়িতে রাখা হয় শিশুটিকে। এমনভাবেই কেটে যায় আরও দু-সপ্তাহ। এরপর তিনদিন আগে বাচ্চাটিকে নিয়ে আসা হয় পিজি হাসপাতালে। আজ (শুক্রবার) এন্ডোস্কপি করে কানের দুলটিকে বের করেন ডাক্তাররা।  জানা গিয়েছে, এঁরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা।  বাচ্চাটির বর্তমান বয়স মাত্র ২৮ দিন।  

আরও পড়ুন: 'আপনি এত আম পাঠিয়েছেন, দু'হাত ভরে বিলিয়েছি,' Hasina-কে ধন্যবাদ-চিঠি Mamata-র
 

এন্ডোস্কপির পর এখন সুস্থ আছে শিশুটি। তবে গলার ভিতরে সামান্য ক্ষত হয়েছে। 

.